রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের সাথে ফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার এক্স মাধ্যমে ট্যুইট করে একথা জানিয়েছেন মোদী। আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ড্রোনাল ট্রাম্পের সাথে সম্প্রতি বৈঠকের ব্যাপারে কথা হয়েছে বলে জানা গিয়েছে।
পুতিনের সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী মোদী ভারতের অবস্থান তুলে ধরেন। মোদী বলেন, "ভারত ধারাবাহিকভাবে ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে, এই বিষয়ে সকল প্রচেষ্টাকে সমর্থন করে।"
রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করায় ভারতের উপর ২৫ শতাংশ অতিরিক্ত জরিমানা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন জানিয়েছিল ১ আগস্ট থেকে নতুন শুল্ক হার কার্যকর হবে। ভারত থেকে আমেরিকা যা আমদানি করবে তার ওপর ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি পেনাল্টিও চাপানো হবে।
Comments :0