POETRY / BIBHAS GHOSH / SADH-HINATA / MUKTADHARA / 18 AUGHST 2025 3rd YEAR

কবিতা / বিভাস ঘোষ / সাধ--হীনতা / মুক্তধারা / ১৮ আগস্ট ২০২৫ / বর্ষ ৩

সাহিত্যের পাতা

POETRY  BIBHAS GHOSH  SADH-HINATA  MUKTADHARA  18 AUGHST 2025 3rd YEAR

কবিতা  

মুক্তধারা  

সাধ--হীনতা

বিভাস ঘোষ
 ১৮ আগস্ট ২০২৫ / বর্ষ ৩

 

বিদেশীদের অধীনতায় জর্জরিত দুই-শতক,

ভারতমাতার মুক্তিযুদ্ধে

প্রাণ দিল শহীদ কত!

উড়ল যেদিন ত্রিরঙ্গা, ব্রিটিশ শাসন অস্ত গিয়ে

স্বাধীনতার অঙ্গীকারে

বদ্ধ হলাম কাঁধ মিলিয়ে।

নিজের দেশে, নিজের দশে আর নই যে পরাধীন,

যেমন খুশি চলব, ফিরব

ভয়-ডর আর চিন্তাহীন।

এইভাবেই পায়ে পায়ে এগিয়ে এসেছি দশক-সাত,

কর্গিলেতে জয় হয়েছে,

চিনতে শিখেছি জয়ের স্বাদ।

বীর সেনাদের বলিদানে চিনেছি স্বাধীনতা-র মানে

ক্ষুধা, শিক্ষা, চিকিৎসা আজও

ফিসফিসিয়ে যায় যে কানে,

মহিলাদের সুরক্ষা কই? পণ-যৌতুক আজও কেন?

শিশু-শ্রমিক , দলিত- গরীব

চিৎকার করে বলছে যেন!

সবাই পাবে শিক্ষা যেদিন, মিটবে ক্ষুধা সকল কোণে

শিশু-কিশোর-যুবক-বৃদ্ধ

বুঝবে, স্বাধীনতার আসল মানে।

 

নতুন বন্ধু 
দ্বাদশ শ্রেণী,  কল্যাণ নগর বিদ্যাপীঠ খড়দহ উত্তর ২৪ পরগনা, সারদা পল্লী পানশিলা

Comments :0

Login to leave a comment