কেন সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়নি, জয়েন্টের ফল প্রকাশ কবে হবে? এই দুই প্রশ্নকে সামনে রেখে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। সরকারের কাছে এই প্রশ্নের উত্তর নেই, বলা ভালো সাহস নেই ছাত্রদের প্রশ্নের মুখোমুখি হতে। আর তাই এসএফআইয়ের কর্মীদের মিছিল শুরু হওয়ার আগেই তাদের আটক করতে শুরু করে পুলিশ। মহিলা পুলিশ ছাড়াই আটক করা হয় ছাত্রীদের।
রাজ্যের মোট কলেজের আসন সংখ্যা ৯.৫ লক্ষ। তার মধ্যে ভর্তি হয়েছে মাত্র ৩.৫ লক্ষ।
এসএফআই নেতৃত্বের কথায়, গত বছর প্রায় চার লক্ষ আসন খালি ছিল। সরকারি উচ্চশিক্ষা কেন্দ্রকে প্রায় তুলে দেওয়া হচ্ছে। বেসরকারি কলেজে গুলোকে সুবিধা করে দেওয়া হচ্ছে। বাধ্য করা হচ্ছে সেখানে ভর্তি হওয়ার জন্য। যার টাকা আছে তারা সেখানে যাচ্ছে। কিন্তু যাদের পক্ষে এই বিপুল টাকা খরচ করা সম্ভব হচ্ছে না তারা পরিযায়ী হচ্ছেন। অনেকে লেখা পড়া ছেড়ে দিচ্ছে। ড্রপ আউট বাড়ছে প্রতি বছর। রাজ্য সরকার এই নিয়ে কোন ভূমিকা পালন করছে না। বামপন্থী ছাত্র সংগঠন গুলো এই নিয়ে কথা বলতে গেলে কোন কথা বলা হয়নি।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0