উত্তর পাকিস্তানে ভারী বৃষ্টির ফলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরী হয়। গত ৪৮ ঘন্টায় কমপক্ষে ৩২১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের বিপর্যয় মোকাবিলা বাহিনী। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করে হচ্ছে। প্রায় ২,০০০ কর্মী উদ্ধার কার্য চালাচ্ছেন।
মৃতদের মধ্যে অন্তত ১৪২ শিশু রয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে খাইবার পাখতুনখোয়া প্রদেশে।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের বুনের অঞ্চলের দশটিরও বেশি গ্রাম আকস্মিক বন্যায় বিধ্বস্ত হয়েছে। বহু মানুষ এখনও নিখোঁজ। বহু লোক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবহাওয়া দপ্তর আগামী কয়েক ঘন্টার জন্য পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। চলতি মরসুমে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে ওই অঞ্চলে। টানা কয়েকদিনের বৃষ্টির জেলেই হড়পা বান হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কারাকোরাম হাইওয়ে এবং বালটিস্তান হাইওয়ের। পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট বালটিস্তানে যোগাযোগ ব্যবস্থা গুরুতর মাত্রায় ব্যাহত হয়েছে।
খাইবার পাখতুনখোয়ায় যে দুটি হেলিকপ্টার উদ্ধারের কাজে যুক্ত ছিল তার একটি আবার দুর্ঘটনার কবলে পড়েছে।
FLOOD PAKISTAN
পাকিস্তানে বৃষ্টি, বন্যায় মৃত ৩০০-র বেশি

×
Comments :0