গাজায় বন্দি ৫০ নাগরিক। মুক্তির ব্যবস্থা করছে না বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ জানিয়ে রবিবার ফের মিছিল হলো ইজরায়েলে। 
পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক সময়ে বারবারই নেতানিয়াহুকে ঘিরে বিক্ষোভ হয়েছে ইজরায়েলে। তবে এদিনের বিক্ষোভ ছিল সুসমন্বিত। বিপুল সংখ্যায় মানুষের যোগদান এদিনের বিক্ষোভকে আলাদা করেছে।
এদিন বিভিন্ন রাস্তা আটকে দেন অবরোধকারীরা। বেসরকারি ব্যবসা বন্ধ হয়ে যায় বিক্ষোভে। বড় বড় শহরে পথে নামেন ইজরায়েলের বাসিন্দারা।
ইজরায়েলে গত কয়েক মাসে বারবারই বিক্ষোভ হয়েছে। প্রতিবাদীরা বলছেন, গাজায় বন্দিদের মুক্ত করার দিকে বিন্দুমাত্র নজর নেই নেতানিয়াহুর। তিনি যুদ্ধ জিগির জিইয়ে রাখতে চাইছেন। দেশে তাঁর বিরুদ্ধে দুর্নীতির বড় মামলা চলছে। তা থেকে রেহাই পাওয়ার রাস্তা খুঁজছেন নেতানিয়াহু। এখন নতুন পর্বে গাজার বাসিন্দা প্যালেস্তিনীয়দের দেশছাড়া করার জন্য নামিয়েছেন সেনাকে। 
রবিবারও গাজা শহরের হাসপাতালে বোমা ফেলেছে ইজরায়েলের সেনা। গোটা শহর দখলে এনে বাসিন্দাদের কার্যত তাড়িয়ে দিতে নেমেছে। গাজা থেকে প্যলেস্তিনীয়দের হটিয়ে পুরোপুরি দখলে আনার লক্ষ্য ঘোষণা করেছিলেন ইজরায়েলের প্রধান মদতদাতা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। 
এদিকে ইজরায়েলে সেদেশের নাগরিকরা এদিন দেশের মন্ত্রীদের বাসভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন। গাজায় বন্দিদের পরিবার পরিজনেরা নেমেছেন বিক্ষোভে।
Protest Israel
নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ইজরায়েলের শহরে শহরে
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0