BOOK REVIEW — PRODOSH KUMAR BAGCHI | KOLKATA — MUKTADHARA | 28 JUNE 2024

বই — প্রদোষকুমার বাগচী | কলকাতাকে জানতে হলে — মুক্তধারা | ২৮ জুন ২০২৪

সাহিত্যের পাতা

BOOK REVIEW  PRODOSH KUMAR BAGCHI  KOLKATA  MUKTADHARA  28 JUNE 2024

বই

কলকাতাকে জানতে হলে

প্রদোষকুমার বাগচী

মুক্তধারা

কলকাতা নিয়ে মানুষের আগ্রহের শেষ  নেই। কয়েকশো বছর পার হয়ে গেছে তার। তবু সে কি  তিলোত্তমা হতে পেরেছে— এই প্রশ্ন অনেকের। কীভাবে এবং কোন সূত্রে গড়ে উঠল তার আন্তর্জাতিক যোগাযোগ—এই নিয়েও রয়েছে  @অপার কৌতুহল। তাছাড়া  কলকাতার পথ ঘাটের ঠিকানা বা তার গড়ে ওঠার ইতিহাস, তার শিক্ষা, সংস্কৃতি, রাজনীতি,  চিকিৎসা,সাহিত্যের কথা জানতে কোন কোন  বই পড়া দরকার সেকথা বলে দেবে এই  গ্রন্থপঞ্জি। বিশিষ্ট  @গ্রন্থাগারিক অমলেন্দু রায় সংকলিত এই গ্রন্থপঞ্জির নাম  ‘ক্যালকাটা : অ্যান অ্যানোটেটেড বিবলিওগ্রাফি’।  লোকে এখন ব্যাখ্যামূলক বা টীকা যুক্ত  গ্রন্থপঞ্জি দেখতে চান। এখানে রয়েছে  কলকাতা বিষয়ক ইংরেজি ও বাংলায় প্রকাশিত  @বই ও নিবন্ধাদির তালিকা ও সংক্ষিপ্ত পরিচয়। যেখান থেকে পাঠক খুঁজে নিতে পারবেন তাঁর প্রয়োজনীয় বইটির নাম।  কলকাতার ইতিহাস বিষয়ক  তথ্যের একটি গুরুত্বপূর্ণ  উৎস হিসাবে বিবেচিত হবে এই বই। 

@Calcutta : An Annotated Bibliography (a cumulated volume with an addition of one hundred and thirty documents)@Amalendu Ray. S B Enterprise. Kolkata, Rs.995/-    

Comments :0

Login to leave a comment