মুর্শিদাবাদের সামসেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা করল জঙ্গিপুর আদালত। সামসেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনের ঘটনায় ২২ডিসেম্বর ১৩ জনকে দোষী সাব্যস্ত করে জঙ্গিপুরে অতিরিক্ত জেলা ও দায়রা আদালত এজলাসের বিচারক অমিতাভ মুখার্জি। মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় ধৃত ১৩ জনকে। তাদের যাবজ্জীবন সাজা শোনায় আদালত।
দোষীদের বিরুদ্ধে সংবদ্ধভাবে খুন বা মব লিঞ্চিং অভিযোগ রয়েছে। রয়েছে ডাকাতি, অন্যের বাড়িতে ঢুকে আক্রমণ, মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা করা, অস্ত্র দিয়ে আঘাত, জোর করে আটকে রাখা, খুনের জন্য অন্যের বাড়িতে প্রবেশের অভিযোগ রয়েছে। রয়েছে দলবদ্ধ ভাবে অপরাধের অভিযোগ।
চলতি বছরের এপ্রিল মাসের ১২ তারিখ ওয়াকফ সংশোধিত আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। সামসেরগঞ্জ থানার জাফরাবাদে ১২ এপ্রিল বাড়ি থেকে টেনে বের করে কুপিয়ে খুনের অভিযোগ হয় বাবা-ছেলে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে। জুন মাসের ৬ তারিখ ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট আদালতে জমা দেয় সামসেরগঞ্জ থানার পুলিশ। ১৬ ডিসেম্বর শেষ হয় সওয়াল জবাব।
দণ্ডিত ১৩ জনের নাম, দিলদার নদাব(২৮), আসমাউল নদাব ওরফে কালু(২৭), এনজামুল হক ওরফে বাবলু(২৭), জিয়াউল হক(৪৫), ফেকারুল সেখ ওরফে মহক(২৫), আজফারুল সেখ ওরফে বিলাই(২৪), মনিরুল সেখ ওরফে মনি(৩৯), একবাল সেখ(২৮), নুরুল ইসলাম(২৩), সাবা করিম(২৫), হযরত সেখ ওরফে হযরত আলী(৩৬), আকবর আলী ওরফে একবর সেখ(৩০) এবং ইউসুফ সেখ(৪৯)।
বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় বলেন,‘‘আমরা প্রেয়ার করেছিলাম ডেথ সেনটেন্সের জন্য কিন্তু কোর্ট যেটা মনে করেছেন সেটাই। প্রত্যেকের যাবজ্জীবন হল। এখনকার নতুন বিএনএসএস অনুযায়ী যতক্ষণ না রেমিট হচ্ছে ততক্ষন পর্যন্ত যাবজ্জীবন চলবে। আপার কোর্ট যতক্ষণ না রেমিট করছে তার মানে এটাকে আমরা যাবজ্জীবন বলতে পারি যতক্ষণ না হাইয়ার কোর্ট এটাকে রেমিট করবে। প্রতেকটা সেকশানের জন্য প্রত্যেকের ৫ হাজার টাকা করে পেনাল্টি দেওয়া হয়েছে। আর ক্ষতিগ্রস্থ পরিবারকে ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে ডিএলএসএ এবং স্টেট ফান্ড থেকে। এই মামলায় ৫ জন প্রত্যক্ষদর্শীকে আদালতে আনা হয়েছিল। তাঁরা পরিষ্কার ভাবে জানিয়েছিলেন কী নৃশংসভাবে বাবা আর ছেলেকে খুন করা কিছু লোক ভয়ের মধ্যে হলেও মোবাইলে কিছু ভিডিও ক্যাপচার করেছিল। সিসিটিভি ছিল সেটার তার ছিঁড়েছিল ডেটা ভিডিওতে উঠেছে। যে নৃশংস ভিডিও ভাইরাল হয় সেই ভিডিও প্রমান হিসেবে আনা হয়। ১৩ জনকে যাবজ্জীবন দেওয়া হয়।’’
Samsherganj Murder
সামশেরগঞ্জের বাবা ছেলে খুনের ঘটনায় ১৩ জনের যাবজ্জীবন
×
Comments :0