ধর্ষণের অপরাধে যাবজ্জীবনের সাজাপ্রাপ্ত বিজেপি নেতা কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দিল দিল্লি হাইকোর্ট। কিশোরী ধর্ষণে সাজাপ্রাপ্ত উত্তর প্রদেশের উন্নাওয়ের এই বিজেপি নেতাকে ১৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে সেঙ্গারকে ছাড় দিয়েছে বিচারপতি এস প্রসাদ এবং হরিশ বিদ্যানাথন শঙ্করের বেঞ্চ।
দিল্লি হাইকোর্টের এই রায়ে প্রশ্নের মুখে পড়ছে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথ সরকারও। বারবারই বিজেপি সরকার সেঙ্গারকে ছাড় দেওয়ার চেষ্টা চালিয়েছে। ২০১৭-তে উন্নাওয়ের কিশোরীকে অপরহরণ এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়েছিল সারা দেশ।
বিজেপি সরকারের ন্যায় এবং বিচারের প্রশ্নে দৃষ্টিভঙ্গি প্রকাশ হয়েছে যে যে মামলায় তার অন্যতম উন্নাওয়ের ধর্ষণকাণ্ড। ধর্ষিতা কিশোরীর বাবাকে পুলিশ হেপাজতে হত্যা করার অভিযোগে দোষী সেঙ্গার। নিম্ন আদালতের রায়কে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করে ছাড় আদায় করে নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টের রায়ের উত্তর প্রদেশের এই মামলার বিচার হয়েছিল রাজ্যের বাইরে দিল্লিতে। এদিন দিল্লি হাইকোর্টের বেঞ্চ বলেছে আক্রান্ত ধর্ষিতাকে হুমকি বা ভয় দেখানোর অভিযোগ পেলে জামিন বাতিল করা হবে।
Unnao Case Bail
উন্নাওয়ে কিশোরী ধর্ষণে সাজাপ্রাপ্ত বিজেপি’র সেই সেঙ্গারকে ছাড় দিল্লি হাইকোর্টের
×
Comments :0