BOOKTOPIC — PRADOSH KUMAR BAGCHI — SUNDARBON — NATUNPATA | 22 DECEMBER 2025, 3rd YEAR

বইকথা — প্রদোষ কুমার বাগচী — সুন্দরবন বাঁচাতে হলে — নতুনপাতা — ২২ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

BOOKTOPIC  PRADOSH KUMAR BAGCHI  SUNDARBON  NATUNPATA  22 DECEMBER 2025 3rd YEAR

বইকথা 

নতুনপাতা

সুন্দরবন বাঁচাতে হলে
 

প্রদোষ কুমার বাগচী

২২ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩
 

বাঘ-কুমিরের স্বপ্নগাঁথার দেশ সুন্দরবন।

মধুর খোঁজে ছুটে চলা জীবন, বনবিবির আশ্রয় থেকে জীবনের ঝুঁকির আর এক নাম সুন্দরবন।

বিভিন্ন নদীর মোহনায় অসংখ্য ছোট-বড় দ্বীপে আপনা থেকে গড়ে ওঠা ম্যানগ্রোভ ঘন অরণ্যানীর নাম সুন্দরবন। বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবনের মোহময়ী প্রাকৃতিক সৌপন্দর্য অসাধারণ। এত সৌন্দর্যের মধ্যে এখানকার সমস্যার কোনও শেষ নেই। মানুষকে জলে কুমির ডাঙায় বাঘের সঙ্গে সংগ্রাম করেই বাঁচতে হয়। প্রাকৃতিক কারণেই ঝড়, সাইক্লোন, বন্যা ইত্যাদির ফলে প্রতিবছর যেটুকু চাষ হয় নোনা জলে তাও ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে ত্রাণ ও বাঁধে মাটি ফেলার নামে চলছে লুট। এই প্রেক্ষাপটে সুন্দরবনকে বাঁচানো  ও তার সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের  কথা বলছে এই পুস্তিকা।
সুন্দরবন : অতীত বর্তমান ভবিষ্যৎ
শমীক লাহিড়ী। স্বপন পাল। আবুল বাসার বুক সেন্টার। পদ্মপুকুর, বারুইপুর।  ১৫ টাকা।

Comments :0

Login to leave a comment