Border High Alert

সীমান্তে ব্যাপক তল্লাশি বিজিবি’র

আন্তর্জাতিক

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর সীমান্তজুড়ে ব্যাপক তল্লাশি ও টহল শুরু হয়েছে। গুলি চালানোর ঘটনায় অভিযুক্তরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে বা অন্যত্র পালিয়ে যেতে না পারে, সেই লক্ষ্যে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) যশোর সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে বলে সোমবার দুপুরে জানিয়েছেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। এদিন বাংলাদেশের স্থানীয় সময় বেলা পৌনে ১২টা নাগাদ খুলনার সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে জাতীয় নাগরিক পাটি’র(এনসিপি) কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্যকরে গুলি চালায় দুষ্কৃতীরা। এনসিপি নেতার মাথার বাঁ পাশে বাম কানে গুলি লাগে। তার পরপরই যশোর সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়। এ সময় সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। একইসঙ্গে যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেখানে কড়া পোহড়া বসানো হয়েছে। গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
প্রসঙ্গত, এর আগেও ওসমান হাদিকে গুলি করার পর পরই যশোর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। সীমান্তে যাওয়া-আসার প্রতিটি পয়েন্টে তল্লাশি করা হয়েছিল। সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ছিল গোয়েন্দা নজরদারিও। সে সময় সীমান্তের তারকাঁটাবিহীন অঞ্চলগুলোকেও অতিরিক্ত পোহড়া করে সুরক্ষিত করেছিল যশোর ৪৯ বিজিবি। তারপরেও শরিফ ওসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়েছে বলে অভিযোগ তোলা হয়। যদিও রবিবার সাংবাদিক সম্মেলন করে সে দাবি খারিজ করে দেয় বাংলাদেশ পুলিশ। অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সাল সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য তাদের কাছে নেই। 
ওইদিন সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রক আয়োজিত পুলিশ, র্যা ব ও বিজিবির যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথাও জানিয়েছেন যে হাদির হত্যাকারি যে বাংলাদেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্যও পাইনি। অতিরিক্ত আইজিপি আরও বলেন, ফয়সালের শেষ অবস্থান নিয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। এটা পেতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে যে দেশের বাইরে চলে গেছে, এমন নির্ভরযোগ্য তথ্য পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।
এদিন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, এনসিপি নেতার ওপর হামলায় জড়িত কেউ যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য বিজিবি সতর্ক রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি আরও জোরদার করা হয়েছে। 
এনসিপি নেতার উপর হামলার ঘটনায় স্থানীয়দের আতঙ্ক বেড়েছে। সীমান্ত এলাকায় স্বাভাবিক কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গেছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে নজরদারি যেমন বাড়ানো হয়েছে সেই সঙ্গে সীমান্তের জিরোপয়েন্ট থেকে ১৫০ গজ পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কৃষিকাজের জন্যও কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। বিজিবি অতিরিক্ত চেকপোস্ট ও টহল বাড়িয়ে দিয়েছে। সীমান্তের প্রতিটি প্রবেশপথে যানবাহন ও মানুষকে তল্লাশি করা হচ্ছে। বিজিবি ৩৩ ব্যাটালিয়নের এক আধিকারিক বলেন, ঘটনার বিষয়ে পরে সংবাদ মাধ্যমে জানানো হবে।

Comments :0

Login to leave a comment