BOOK — PRADOSH KUMAR BAGCHI— MAULANA AZAD — MUKTADHARA | 23 DECEMBER 2025, 3rd YEAR

বই — প্রদোষকুমার বাগচী — আবুল কালাম আজাদের জীবনকথা — মুক্তধারা — ২৩ ডিসেম্বর ২০২৫, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

BOOK  PRADOSH KUMAR BAGCHI MAULANA AZAD  MUKTADHARA  23 DECEMBER 2025 3rd YEAR

বই 

 

মুক্তধারা

আবুল কালাম আজাদের জীবনকথা

প্রদোষকুমার বাগচী
 

মৌলানা আবুল কালাম আজাদ ছিলেন একজন ইসলামিক পণ্ডিত, স্বাধীনতা সংগ্রামী, মুক্তচিন্তক, সাংবাদিক এবং স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। উচ্চশিক্ষিত মানুষ। সংস্কৃতি, দর্শন, ভাষা এবং সাহিত্য সম্পর্কে অসমান্য বুৎপত্তির অধিকারী।  তিনি যেমন গান্ধীর অহিংস পথে আইন অমান্য আন্দোলনের দ্বারা অনুপ্রাণিত ছিলেন একই সঙ্গে  মুসলিম লিগের সাম্প্রদায়িক রাজনীতির কট্টোর সমালোচকও ছিলেন। তিনি ভারতীয় মুসলমানদের ব্রিটিশ সাম্রাজ্যবাদের শাসন শৃঙ্খল ছিঁড়ে ফেলার জন্য উদ্বুদ্ধ করেছিলেন।  তিনি ভারতীয় জাতীয়  কংগ্রেসে যোগদান করেন এবং এর সর্বকনিষ্ঠ সভাপতি নির্বাচিত হন।  স্বাধীনতার পর, তিনি ভারতের আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থাকে পুনরুজ্জীবিত করেন এবং ভারতে বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক শিক্ষার ভিত্তি স্থাপন করেন। তিনি বিনামূল্যে এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা এবং বয়স্ক সাক্ষরতা কর্মসূচির পথপ্রদর্শক ছিলেন।  সুপরিচিত ইতিহাসবিদ ও সুলেখক এস ইরফান হাবিব এই বইটিতে  অসামান্য দক্ষতায় আজাদের জীবনের তাৎপর্যপূর্ণ দিক ও  মুক্তচিন্তামূলক ভাবনাকে সামনে নিয়ে এসেছেন।   বিবিধ ভাবধারার সমন্বয়ের মাধ্যমে গড়ে উঠছিল তাঁর এমন এক  যেমন  নতুন ভারত নির্মাণে তাঁর বিজ্ঞানমনষ্ক শিক্ষাচিন্তার বিশিষ্টতাকেও ফুটিয়ে তুলেছেন। আজাদের জীবনকে কেন্দ্র করে এ এক অসামান্য জীবনকাহিনি। 
Maulana Azad :  A Life
S. Irfan Habib .Aleph, 161 B/4, Ground Floor, Gulmohar House,
Yusuf Sarai Community Centre, New Delhi – 110049। 2023. Rs. 899/-

Comments :0

Login to leave a comment