BOOK REVIEW — PRODOSH KUMAR BAGCHI / NATUNPATA 19 JULY

বইকথা — কোনটা করব কোনটা করব না / নতুনপাতা

ছোটদের বিভাগ

BOOK REVIEW  PRODOSH KUMAR BAGCHI  NATUNPATA 19 JULY

নতুনপাতা
কোনটা করব কোনটা করব না
প্রদোষকুমার বাগচী

কেবল তোমার জন্য নয় মানুষের জন্যেও কাজ করবে
এবার তোমাদের জন্য একদম অন্যরকম একটা বইয়ের কথা বলব। এতদিন নানা ধরনের গল্প, মজা, জীবনকথা ইত্যাদি বইয়ের কথা বলেছি। এবার তোমাদের যে বইয়ের কথা বলবো তা তোমাদের ভালো লাগবেই লাগবে। তোমরা সারাদিন যা করো তার মধ্যে অনেক সময় কত যে বিপর্যয় ঘটে যায় তার খবর কে রাখে। কিছু কিছু বিপর্যয় আমাদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এমনকি অসতর্কতা, বা অসচেতনতার জন্য বা সময়মতো ঘটনার মোকাবিলা না করতে পারার জন্য মৃত্যু পর্যন ঘটে যেতে পারে। কিন্তু সঠিক তথ্য জেনে সঠিক সময়ে কাজে লাগাতে পারলে খুব সহজে তোমরা নিজের বিপদ এবং অন্যেরও কিছু কিছু বিপদ তোমরা এড়াতে পারবে। এর জন্য খুব বেশি টাকা খরচ করার প্রয়োজন নেই কোনও বিশেষজ্ঞের কাছেও যেতে হবে না। তোমরা তো অবাক হয়ে যাচ্ছো আমার কথা শুনে। তাহলে বলছি শোনো। ধরো তোমরা কেউ রাস্তায় দেখলে যে কেউ সাইকেল চালাতে গিয়ে অসতর্কতার জন্য রাস্তার গর্তে পড়ে গেছে।

 তাহলে কি করবে? সঙ্গে সঙ্গে ওকে বিপদ থেকে উদ্ধার করতে এগিয়ে যেতে হবে। অথবা কোনও অন্ধ মানুষ রাস্তা পার হতে চাইলে তাঁকে রাস্তা পার করে দিয়ে আসবে। এতে তাদের যেমন উপকার হবে তেমনি তোমাদের মনেও বিশ্বাস আসবে যে তোমরাও মানুষের জন্য পাড়া প্রতিবেশীর জন্য কিছু করতে পারো। ট্রেনে দুর্ঘটনা হলে বা তোমরা যেখানে থাকো সেখানে বন্যায় মানুষের সমস্যা হলে তোমাদেরই এগিয়ে আসতে হবে। মানুষের হাতে সাহায্য তুলে দিতে হবে। অনেক সময় দেখা যায় এক ধর্মের মানুষ অপর ধর্মের মানুষকে মারছে। ঐ সময় গোলমালের মধ্যে কিছু দুষ্কৃতী হয়তো দোকান পাট লুট করে পালাচ্ছে। তোমরা এসব কাজকে প্রশ্রয় দেবে না। হঠাৎ যদি কাউকে কুকুরে বা বিড়ালে কামড়ায় বা সাপে কামড়ায় তাহলে তোমরা ভয় না পেয়ে যদি তাদের জন্য কি করা উচিত এটা জানতে পারো তাহলে তোমরা ওদের সেবা করতে পারবে। বিছে কামড়ালে, মৌমাছি হুল ফোটালে , হঠাৎ খুব জ্বর হলে প্রাথমিক ভাবে কি করবে তোমরা সেকথা তোমাদের জানাতে ভবানীপ্রসাদ সাহুর একটি বইয়ের কথা বলছি। বইটির নাম ‘কোনটা করব কোনটা করব না’। এরকম একটা বই তোমাদের হাতে এলে তোমরা শুধু নিজের ভালো করবে তা নয়, অন্যদেরও নানাভাবে সাহায্য করতে পারবে। ভবানীপ্রসাদবাবু পেশায় চিকিৎসক। তোমাদের কথা ভেবেই বইটি তিনি লিখেছেন।

কোনটা করব কোনটা করব না।
ভবানী প্রসাদ সাহু। জ্ঞান বিচিত্রা। ১৬ ডা। কার্তিক বোস স্ট্রিট, কলকাতা—৭০০ ০০৯। ৬০ টাকা।


 

Comments :0

Login to leave a comment