বুধবার রানিগঞ্জে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল প্রগতি পথিক মহাপণ্ডিত রাহুল সাংকৃত্য়ায়নের ১৩৩ তম জন্মদিবস। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের উদ্যোগে এদিন রানিগঞ্জের পাঞ্জাবী মোড়ে রাহুল রানিগঞ্জে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হল প্রগতি পথিক মহাপণ্ডিত রাহুল সাংকৃত্য়ায়নের ১৩৩ তম জন্মদিবস। পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করেন সংগঠনের জেলা যুগ্ম সম্পাদক অনুপ মিত্র, কুন্তল চ্যাটার্জি, অসিতাভ দাশগুপ্ত, অভিজিৎ খাঁ জনবাদী লেখক সংঘের বিরজু যাদব সহ উপস্থিত লেখক শিল্পী ও অন্যান্যরা।
এদিন অনুপ মিত্র বলেন, রাহুল সাংকৃতায়ন ছিলেন একজন নির্ভীক অভিযাত্রী, যিনি জ্ঞানের পথে আলোর খোঁজে চলতে কখনই ভয় পেতেন না। পৃথিবীর বহুদেশ ঘুরে তিনি মানুষকে চিনতে চেয়েছিলেন। মানুষে মানুষে বিভাজনের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। রাহুল সাংকৃত্যায়নের অসংখ্য বই ও লেখার মধ্যে জ্ঞান ও সমাজ চর্চার গুরুত্বপূর্ণ বিযয়গুলি তুলে ধরেছেন। প্রসঙ্গত উল্লেখ্য ১৯৯৩ সালে এই মহাপণ্ডিত রাহুল সাংকৃতায়নের শতবর্ষ বিভিন্নভাবে রানিগঞ্জে পালিত হয়। ১৯৯৪ সালে রাহুল সাংকৃত্যায়নের পূর্ণাবয়ব মূর্তি রানিগঞ্জে স্হাপিত হয়। অনুষ্ঠানে রাহুল সাংকৃতায়নের জীবন ও দর্শন মানুষের কাছে নিয়ে যাবার জন্য উদ্যোগী হতে আহ্বান জানানো হয়।
Rahul Sankrityayan
রাহুল সাংকৃত্যায়নের জন্মদিবস পালিত রানিগঞ্জে

×
Comments :0