Com Sahadeb Das

সিপিআই(এম) নেতা প্রয়াত

জেলা

কমরেড সহদেব দাসকে শেষ শ্রদ্ধা অম্বর মিত্রের।

সিপিআই(এম) মালদহ জেলা কমিটির সদস্য এবং হরিশচন্দ্রপুর মধ্য এরিয়া কমিটির সম্পাদক কমরেড সহদেব চন্দ্র দাস প্রয়াত হয়েছেন। 

রবিবার রাত সাড়ে ৯টায় কলকাতায় এসএসকেএম  হাসপাতালে প্রয়াত হন তিনি। বেশ কিছুদিন ধরে তিনি লিভার জনিত রোগে ভুগছিলেন। 

এবিপিটি'র জেলা সম্পাদকমন্ডলীর সদস্য ছিলেন কমরেড সহদেব চন্দ্র দাস।

সিপিআই(এম) হরিশ্চন্দ্রপুরের দপ্তরে তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এখানে শ্রদ্ধা জানান জেলা সম্পাদক অম্বর মিত্র, রাজ্য কমিটির সদস্য জমিল ফিরদৌস সহ প্রণব দাস, প্রণব চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।

Comments :0

Login to leave a comment