Election 5 states

পাঁচ রাজ্যে নির্বাচনের দিন ঘোষণা, ফল ৩ ডিসেম্বর

জাতীয়

পাঁচ রাজ্যে নির্বাচনের সূচি সোমবারই ঘোষণা করল নির্বাচন কমিশন। বেলা বারোটায় সাংবাদিক বৈঠকে বসে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই কমিশনার অনুপ চন্দ্র পাণ্ডে এবং অরুণ গোয়েল জানান সূচি।  

মিজোরামে ৭ নভেম্বর, মধ্য প্রদেশে ১৭ নভেম্বর, রাজস্থানে ২৩ নভেম্বর, তেলেঙ্গানায় ৩০ নভেম্বর ভোট নেওয়া হবে। ছত্তিশগড়ে দু’দফায় ভোট। মাওয়াদী হিংসা কবলিত অঞ্চলে সুরক্ষার কারণ দেখিয়ে ২ দফায় ভোট নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে কমিশন। ৭ এবং ১৭ নভেম্বর ভোট নেওয়া হবে এই রাজ্যে। ফল ঘোষণা ৩ ডিসেম্বর। ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করবে বলে জানান রাজীব কুমার।

৬৭৯ বিধানসভা পাঁচ রাজ্যে। দেশে মোট বিধানসভার ৬ ভাগের ১ ভাগ এই পাঁচ রাজ্যে। মোট ভোটার ১৬ কোটির কিছু বেশি। প্রথম বারের ভোটদাতা ৬০ লক্ষের বেশি।  ১.৭৭ লক্ষ ভোটকেন্দ্র হবে। ১.০১ লক্ষ কেন্দ্রে ওয়েবকাস্টিং হবে বলে ঘোষণা কমিশনের। 

রাজস্থান, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, তেলেঙ্গানা বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১৬ জানুয়ারি। মিজোরামে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরেই, ১৭ ডিসেম্বর। মধ্য প্রদেশে, ছত্তিশগড় ও রাজস্থানে পাঁচ বছর আগে জয়ী হয়েছিল কংগ্রেস। মধ্য প্রদেশে কংগ্রেসের বিধায়কদের একাংশকে ভাঙিয়ে ঘুরপথে সরকার গড়ে বিজেপি। 

তেলেঙ্গানায় সরকার চালাচ্ছে ভারত রাষ্ট্র সমিতি। মিজোরামে মিজে ন্যাশনাল ফ্রন্ট সরকার রয়েছে। 

Comments :0

Login to leave a comment