সিকিমের বিপর্যয়ের রেশ সমতলের জলপাইগুড়ি জেলার বিভিন্ন গ্রামে। পেটের টানে বাড়ির হাল ফেরাতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে জেলার বিভিন্ন গ্রাম থেকে যুবক ছেলেরা কাজে গিয়েছিল সিকিমে। বিপর্যয়ের কয়েক দিন পার হয়ে গেলেও ধূপগুড়ি ব্লকের ঝার আলতা ১ নং গ্রামপঞ্চায়েতের পূর্ব এবং মধ্য ডাউকিমারি দুই গ্রামের চার যুবকের এখনো কোনো খোঁজ বমিলছে না তিন পরিবারের। এদের মধ্যে এক পরিবারের দুই ভাই নিখোঁজ রয়েছেন। এই পরিবার গুলিতে এখন শুধু উৎকন্ঠা উদ্বেগ আতঙ্ক গ্রাস করে রয়েছে। জেলা প্রশাসন থেকেও কোনো সংবাদ জানাতে পারছেনা এই পরিবার গুলিকে।
দুই ছেলের শোকে কান্নায় ভেঙে পড়েছেন মা। সিকিমে কাজে গিয়ে নিখোঁজ একই পরিবারের দুই ভাই সহ পাশের বাড়ির এক ব্যক্তি। কেউ কাঁদছেন দুই সন্তান নিখোঁজের শোকে কেউবা কাঁদছেন স্বামী ও বাবা নিখোঁজের শোকে। একই এলাকার দুই ভাই ও আরেক যুবক সহ তিন ব্যক্তি নিখোঁজের ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে ধূপগুড়ির মধ্য ডাউকিমারী এলাকায়। জানা গেছে পেটের টানে ধূপগুড়ি থেকে সিকিমে শ্রমিকের কাজে গিয়েছিল গোপাল রায় (৫২) উজ্জ্বল রায়(২১) ও চন্দন রায়(২৪)। গত ৪ অক্টোবর সিকিমের বিপর্যয়ের পর থেকেই তাদের সাথে পরিবারের সদস্যদের আর কোনও যোগাযোগ হয়নি। অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না পেয়ে শনিবার রাত্রে পরিবারের সদস্যরা ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরিবারের সদস্যদের দাবি, গত ৩ অক্টোবর তাদের শেষ ফোনে কথা হয়। পরে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে আজও যোগাযোগ করা যায়নি। কোথায় রয়েছে কেমন রয়েছে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের কাছে কাতর আবেদন করেন পরিবারের সদস্যরা। পূর্ব ডাউকিমারির বাপি রায় সেও সিকিমে কাজে গিয়ে নিখোঁজ রয়েছে। এই চার পরিযায়ী শ্রমিকের জন্য দুশ্চিন্তা করছেন ঝার আলতা এক নং গ্রামপঞ্চায়েতের মানুষ।
Comments :0