GK | TAPAN KUMAR BAIRAGYA — ENGLISH NEW YEAR | NATUNPATA — 2025 JANUARY 3

জানা অজানা | তপন কুমার বৈরাগ্য — প্রথম ঘটাকরে নববর্ষ পালন | নতুনপাতা — ২০২৫ জানুয়ারি ৩

ছোটদের বিভাগ

GK  TAPAN KUMAR BAIRAGYA   ENGLISH NEW YEAR  NATUNPATA  2025 JANUARY 3

জানা অজানা | নতুনপাতা

প্রথম ঘটাকরে নববর্ষ পালন
তপন কুমার বৈরাগ্য

প্রথম ঘটাকরে নববর্ষ পালন শুরু হয় খ্রিস্টপূর্ব ৪৬অব্দে।
সম্রাট জুলিয়াস সিজার যিনি ছিলেন রোমান সম্রাট।
তার সময়ে দরজা এবং ফটকের দেবতা ছিলেন জানুস।
এই জানুসকে জুলিয়াস সিজার খুব ভক্তি করতেন।
তিনি ছিলেন তার প্রাণের আরাধ্য দেবতা।
তার মাথায় চিন্তা এলো ,যে কোনো জায়গায় প্রবেশ করতে
গেলে দরজা বা ফটক খুলে ভিতরে প্রবেশ করতে হয়।
নতুন বছরেও প্রবেশ করতে গেলে বছরের প্রথম মাসের
দরজা খুলে প্রবেশ করতে হয়। তিনি জানুসের নাম অনুসারে
বছরের প্রথম মাসটার নাম দিলেন জানুয়ারি। তার নিজের
নাম জুলিয়াস অনুসারে আর একটি মাসের নাম দিলেন জুলাই।
বর্ষপঞ্জিকায় বারোটি মাস এলো। আগে রোমে  চন্দ্রবর্ষ
অনুসারে বর্ষ উদযাপিত হতো।তিনি প্রচলন করলেন সৌর
বছর।এজন্যই তিনি ইতিহাসে আজো অমর হয়ে আছেন।
তিনি যখন প্রথম নববর্ষ হিসাবে পয়লা জানুয়ারী শুরু করলেন,
তখন তার বয়েস ছিলো ৫৩ বছর। এর আগে  চাঁদ দেখে
সময় নির্ণয় করতো সুমেরীয়রা। প্রথম বছর দেখে সৌরবছর
নাম মিশরীয়রা দিয়েছিল। ধর্মীয় উৎসবগুলোর সময়কাল বের
করতে গিয়ে সুমেরীয়রা জ্যোতির্বিজ্ঞানের উদ্ভাবন ঘটায়।তারা
জলঘড়ি এবং চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করে। চন্দ্রের আবর্তনের
উপর নির্ভর করে তারা বছরকে মাসে ভাগ করতে শেখে।
তবে তারা নববর্ষের সূচনা করেনি। তাদের কাছ থেকে 
বর্ষপঞ্জিকা যায় গ্রিকদের কাছে। রোমানরা পেলো বর্ষপঞ্জিকা
এই গ্রিকদের কাছ থেকে। প্রথম রোমানদের কাছে ছিলো
তিনশো চারদিনে বছর। তখন দশমাসে বছর ছিলো বলে তারা
পয়লা মার্চ নববর্ষ পালন শুরু করলেও পয়লা জানুয়ারিকে
নববর্ষ হিসাবে প্রথম ঘটা করে শুরু করেন জুলিয়াস
সিজার।পয়লা জানুয়ারি তিনি সারা রোম নগরকে 
আলোকমালায় সাজিয়ে তুলেছিলেন।সারা রাজ্যে তিনি
নানারকম অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন।তিনি নিজের
সৃষ্ট পয়লা জানুয়ারিতে নববর্ষ উৎসব দুবছর পালন করতে পেরেছিলেন।খ্রিস্টপূর্ব ৪৪অব্দে তিনি পঞ্চান্ন বছর বয়েসে
মারা যান।

Comments :0

Login to leave a comment