GK — TAPAN KUMAR BIRAGYA / NATUNPATA - 27 October

জানা অজানা — বোতল গাছ / নতুনপাতা

ছোটদের বিভাগ

GK  TAPAN KUMAR BIRAGYA  NATUNPATA - 27 October

নতুনপাতা

জানা অজানা 

বোতল গাছ
তপন কুমার বৈরাগ্য

বোতল গাছ নামটা শুনে সবাই আশ্চর্য হয়ে
যায়। অবিকল বোতলের মতন দেখতে।
এর আসল নাম বাওবাব গাছ।আফ্রিকা মহাদেশের
মাদাগাস্কারে এই গাছ দেখা যায়। এদের আফ্রিকা
মহাদেশের সাহারা ,কালাহারি এবং আরবের
মরুভূমিতেও দেখা যায়।এদের নীচের দিকটা
অনেকটা কুঁজোর মতন দেখতে।এই গাছগুলোকে
দেখলে মনে হবে শিকড়গুলো উপরের দিকে এবং
কান্ডটা নীচের দিকে। কান্ডটা ফাঁপা এবং বিরাট
আকৃতির ।শুনে অবাক হতে হয় এই কান্ডের
ভিতর প্রায় দেড় লক্ষ লিটার জল সঞ্চিত থাকে।
এই জল স্বচ্ছ এবং উপকারী। মরুভূমির যাত্রীরা
অনেক সময় তৃষ্ণার্ত হলে এই গাছে ছিদ্র করে
জল পান করে।এই গাছের কোঠর বিরাট বলে
অনেক মানুষ এই গাছের কোঠরে বাস করে।


মরুভূমিতে মরু ঝড় থেকে রক্ষা পেতেও এই গাছের
কোঠরে আশ্রয় নেয়। এই গাছকে জীবনদানকারী
গাছ বলা হয়।এর পাতা থেকে সুস্বাদু চাঁটনি তৈরী
হয়।এর ফল দুর্বল মানুষকে কয়েকদিনের মধ্যে
সতেজ করে দেয়।জানা যায় এই গাছের পাতা,
ফুল ক্যানসারের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে।
সুগার,গ্যাস,হার্টের জন্য এই গাছের ফুল ও ফল
ধন্বন্তরী।
এই গাছে পাঁচটি পাঁপড়ি যুক্ত ফুল হয়। ফুলগুলো
লাল, সাদা, হলুদ রঙের হয়।পৃথিবীতে এর চেয়ে
প্রাচীন গাছ আর নেই। এক একটা গাছ প্রায়
দুই হাজার বছর পর্যন্ত বাঁচে। এই গাছের কান্ড
ধূসর,বাদামী বা লাল রঙের হয়ে থাকে।
এই গাছে মাত্র ছয় মাস পাতা থাকে।এই গাছের
ছাল থেকে দড়ি,কাপড়,কার্পেট তৈরী হয়।
পৃথিবীতে এমন উপকারী গাছ একটাও খুঁজে
পাওয়া যাবে না। কিন্তু আজ আমাদের এমন
জীবনদানকারী গাছ পৃথিবীতে হাতে গোনা মাত্র
কয়েকটা আছে। 


 

Comments :0

Login to leave a comment