ICCHE — MANISH DEB / SHARAD NATUNPATA

ইচ্ছে / নবমী—র—বায়োস্কোপ / মনীষ দেব / শারদ নতুনপাতা

ছোটদের বিভাগ

ICCHE   MANISH DEB  SHARAD NATUNPATA

শারদ নতুনপাতা

ইচ্ছে

নবমী—র—বায়োস্কোপ
মনীষ দেব

     অষ্টমী বৈরাগীর মেয়ে নবমী ওর জীবন ওর দেখা আর বায়োস্কোপে দেখা জীবন মেলে না বায়োস্কোপের বাইরে।
     তখন 'নয়'-এর নবমী প্রথম চোখ রেখেছিল মেহের মিঞার বোয়োস্কোপে, সেদিন নবমী — দূর্গা নবমী। মেহেরের সুরেলা গলা আর বোম্বাই মিটা ছুটে বেড়ানো ছবি, ছিল বন, জঙ্গল, নদী, পাহাড় আর মরুভূমি। জীবনের সাথে যা কখনই মেলেনি।


     নবমী'র জীবন গিয়েছে চলে — আলপথ ধরে, যে পথ ধরে বাপের ভিটে ছেড়ে গিয়ে ছিল স্বামীর ঘর। বছর ফেরার আগেই ফিরে ছিল, সে আলপথ ধরে বাপের ঘরে আর ফেরা হয়নি — জীবনে।
     জীবন সেই বাঁকেই  — যেখানে মেলেনি জীবন — চলে গেছে অন্য বাঁকে। মেহের মিঞা আসনি কত কাল। হারিয়ে গেছ কত যুগ — নবমী এখন নব্বই — আজ-কাল-পরশু হয়তো বিসর্জনে।
    যেও না নবমী নিশি — মেহের মিঞা, নবমী তোমায় খুঁজছে, আর আনমনে বলে চলেছে  — মেহের মিঞা  — বায়োস্কোপে দেখা জীবন  —  মেলে না জীবনে।


 

Comments :0

Login to leave a comment