সোমবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি ঢাকা সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পরে জানিয়েছিলেন, ‘‘বিভিন্ন কারণে আমাদের সম্পর্কের মধ্যে যে মেঘ তৈরি হয়েছে, সেই মেঘ দূর করতে হবে।’’ দুই দেশের সম্পর্কে যে মেঘ তৈরি হয়েছে, তা দূর করার বিষয়ে সহমত হয় ভারত ও বাংলাদেশ।
এবছরের আগস্ট মাসে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর, সোমবার প্রথম দ্বিপাক্ষিক আলোচনায় বসেন ভারত ও বাংলাদেশের সরকারের আধিকারিকরা। আলোচনায় মিস্রি বলেন, ‘‘ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে চায়। বাংলাদেশের সঙ্গে ভারতের আগামী দিনগুলো এই সরকারের অধীনে আরও মধুর হবে বলে আমি আশা রাখি। সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে আমরা আলোচনা করেছি। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। বাংলাদেশ সরকার এই বিষয়টি নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে জানিয়েছে।’’ মিস্রি বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠক করেন। বিদেশ মন্ত্রক সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বুধবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারকে নিয়ে প্রক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সমর্থন নেই। এটা নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে।’’ তিনি বলেন বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ‘কোনো একক রাজনৈতিক দল’ বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। ‘জনগণের’ সঙ্গে সম্পর্ক। শেখ হাসিনা তাঁর মন্তব্যের জন্য ‘ব্যক্তিগত ডিভাইস’ ব্যবহার করছেন। ভারত সরকার তাঁকে এমন কোনো সুযোগ দেয়নি, যা দিয়ে তিনি ভারতের মাটিতে বসে এই কাজ চালিয়ে যেতে পারেন। এটি তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়। মিস্রি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় হবে। দেশটি দ্রুত একটি নতুন নির্বাচনের পথে এগোবে বলে আশা করা যাচ্ছে।
সোমবার সন্ধ্যায় বিদেশ মন্ত্রকে সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের বিদেশ সচিব মহম্মদ জসিমউদ্দিন বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি থেকে করা কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের আপত্তির বিষয়ে এক প্রশ্নের উত্তরে জসিমউদ্দিন বলেন, প্রক্তন প্রধানমন্ত্রী ভারতে বসে যে বক্তব্য রাখছেন, এই বক্তব্যের প্রতি আমরা ভারতের দৃষ্টি আকর্ষণ করেছি। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, শেখ হাসিনার উপস্থিতি দুই দেশের সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। বিদেশ সচিব আরও বলেন, আমরা বলেছি, তিনি ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন, সেটা আমাদের পছন্দ হচ্ছে না।...এটা তাঁকে (শেখ হাসিনাকে) যেন জানানো হয়।
Vikram Misri
অন্তর্বর্তী সরকারকে নিয়ে হাসিনার সমালোচনায় ভারতের সমর্থন নেই: মিস্রি
×
Comments :0