Weather

হলুদ সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, কমবে বৃষ্টির তীব্রতা

রাজ্য কলকাতা

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর গত সোমবার নিম্নচাপ তৈরী হয়। তার প্রভাবেই রাজ্যের সর্বত্র বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার থেকে সেই নিম্নচাপ ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহার জুড়ে আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে পূর্ব-উত্তরপ্রদেশের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে কমবে বৃষ্টি কিন্তু বর্ষার বৃষ্টি বন্ধ হচ্ছে না। বুধবারও ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরেও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।  

রাজ্যের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি পূর্বাভাস রয়েছে। এই জেলা গুলিতে হলুদ সতর্কতা জারি হয়েছে।
উত্তরবঙ্গের জেলাগুলিতে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। দার্জিলিঙ, কালিংপঙ, জলপাইগুড়ি, উত্তরদিনাজপুর ও আলিপুরদুয়ার হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সপ্তাহের বাকি দিন গুলিতেও বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে।  

Comments :0

Login to leave a comment