Paschim Medinipur

মনিদহে নদী গ্রাসে জমি, বিক্ষোভ দেখে পালালেন মন্ত্রী

জেলা

আতঙ্কে মেদিনীপুর সদরের মনিদহ মৌজা। গত ৫ দিনে চারশ বিঘা অধিক কৃষি ও ফলের জমি কাঁসাই নদীর গর্ভে  তলিয়ে যাওয়ার ঘটনায়। বুধবার রাতে কৃষি জমি সংলগ্ন  একটি খেলার মাঠ সহ ও সংলগ্ন গাছও নদী  গর্ভে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।  যে হারে কাঁসাই নদীর ভাঙন শুরু হয়েছে এভাবে ভাঙন চলতে থাকলে পুরো গ্রাম নদী গর্ভে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এমনটই আশঙ্কা করছেন স্থানীয়রা। বিডিও ও প্রসাশনকে জানিয়েও দেখা নেই কারও। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি কোনো সদুত্তর। ক্ষোভে ফুসছে মনিদহ গ্রামের মানুষজন।
এই ঘটনায় বৃহস্পতিবার সকালে গোপনে পুলিশি পাহারায় ঘটনাস্থলে যায় সেচমন্ত্রী মানস ভূঁইয়া। গ্রামের মানুষ জানতে পেরে বিক্ষোভ দেখাতে এলে পুলিশ ও তৃণমূলের নেতারা পথ আটকায়। আর সেই সময় মন্ত্রী এলাকা ছেড়ে পালিয়ে যান। তবে মিডিয়ার সামনে তিনি দাবি করে বলেন, ‘‘ডিপিআর হয়ে আছে। বরাদ্দও রেডি। জল কমলে কাজ শুরু হবে।’’ 


ক্ষতিগ্রস্ত কৃষক জগদীশ পান, সঞ্জয় খান, কৃষ্ণ দোলই প্রমুখরা বলেন, ‘‘আজ চার বছর পার কাঁসাই নদীর পাড় বাঁধাইয়ের কাজ শুরু হয়েও মাত্র ৫০ মিটার হয়ে বন্ধ। মন্ত্রীর এত ভয় কেনো গ্রামের  মানুষের সাথে কথা বলতে। এই তৃণমূল দল ও পুলিশ প্রসাশন, ভূমি দপ্তরের লোকজন এই বিপর্যয়ের জন্য সম্পূর্ণ দায়ী। প্রতিদিন এই চারটি অঞ্চলের ১৪ কিলোমিটার পাড় জুড়ে ৬-৭ হাজার বালি ভর্তি ডাম্পার, বহু চাকার লরিতে পাচার করে কোটী কোটী টাকা লুঠ করেছে। আর এখন আমরা কৃষকরা জমি, জায়গা, ঘরবাড়ি হারিয়ে সর্বস্ব হারাতে বসেছি। আমরা খাবো কি। গ্রাম তলিয়ে গেলে এই মনিদহ মৌজায় ছোটো বড় মিলিয়ে আট টি পাড়া রয়েছে।  ৪৭৬টি পরিবারের তিন হাজার অধিক মানুষের বাস। গ্রাম তলিয়ে গেলে কোথায় বাস করবো আমরা। আমরা ক্ষতিপূরণের দাবি জানাতে চাই ছিলাম মন্ত্রীকে। উনি পালিয়ে গেলেন।’’ কৃষক সভার নেতা নব মাহাত বলেন, ‘‘ক্ষতিপূরণ চেয়ে আমরা ভূমি ও বিডিও দপ্তর অভিযান করবো।’’

Comments :0

Login to leave a comment