High Court 21st July

২১ জুলাই রাস্তার এক-তৃতীয়াংশ খালি রাখার নির্দেশ হাইকোর্টের

রাজ্য

২১ জুলাই শহরের রাস্তায় কোন যানজট হবে না এই মর্মে মুচলেকা দিক কলকাতার পুলিশ কমিশনার। হাইকোর্টে ২১ জুলাই সমাবেশকে কেন্দ্র করে মামলায় একথা বললেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তৃণমূলের ২১ জুলাই সমাবেশের কারণে রাস্তায় যানজটের সমস্যা হয় যার জেরে সমস্যায় পড়তে হয় নিত্য যাত্রীদের। এই মর্মে একটি আইনজীবী সংগঠনের পক্ষ থেকে মামলা দায়ের করা হয় হাইকোর্টে। 
এদিনের শুনানিতে রাজ্যের পক্ষ থেকে আইনজীবী শুনানিতে দাবি করেন যে সব নিয়ম মেনে সভার অনুমতি নেওয়া হয়েছে। রাজ্যের পক্ষ থেকে আরও দাবি করা হয় যে অন্যান্য রাজনৈতিক দলের সমাবেশ এবং বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শহরে যানজট তৈরি হয়।
রাজ্যের এই বক্তব্যের পর বিচারপতি ঘোষ বলেন, ‘‘তাহলে কি কলকাতার পুলিশ কমিশনার মুচলেকা দেবেন যে শহরে ওই দিন কোন যানজট হবে না? জনগণ কতটা সহ্য করবে সেটাও ভাবতে হবে।’’
তবে হাইকোর্টের পক্ষ থেকে সভা নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে সকাল ১১টার আগে শহরে সমাবেশের জন্য কেউ প্রবেশ করতে পারবে না। রাস্তার এক-তৃতীয়াংশ সব সময় খালি রাখতে হবে। 
মামলাকারিদের পক্ষ থেকে বলা হয় যে ১৬ জুলাইয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে ২১ জুলাইয়ের সমাবেশের জন্য মধ্য কলকাতার একাধিক রাস্তা ২০ ঘন্টা বন্ধ থাকবে।

Comments :0

Login to leave a comment