কেরালার নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া স্থগিত করল ইয়েমেন। বুধবার, ১৬ জুলাই তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা ছিল। ভারতে এবং আন্তর্জাতিক স্তরে বিভিন্ন অংশ মৃত্যুদণ্ড স্থগিত রাখার আবেদন জানিয়েছিল।
ইয়েমেনের এক নাগরিক এবং ব্যবসায়িক সহযোগীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রিয়াকে। প্রায় এক বছর ধরে তাঁর মা কেরালা থেকে ইয়েমেনে পড়ে রয়েছেন। মেয়ের মুক্তির জন্য মামলা লড়তে গিয়ে নিম্নবিত্ত পরিবারকে বেচতে হয়েছে জমি।
২০১৭-তে প্রিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে ব্যবসায়িক সহযোগী ইয়েমেনের নাগরিক তালাল আবদো মাহদিকে হত্যার। ২০১৮-তে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাঁকে। ইয়েমেনে সর্বোচ্চ বিচার পরিষদ ২০২৩’র নভেম্বর সেই রায়ের বিরুদ্ধে আবেদন খারিজ করে। ইয়েমেনের রাজধানী সানায় বন্দি প্রিয়া। সানা আপাতত হউথি নিয়ন্ত্রণে রয়েছে।
পরিবার বলছে,নার্সের চাকরি প্রিয়া গিয়েছিলেন ইয়েমেনে। পরে তিনি নিজের ক্লিনিক খুলতে চাইছিলেন। কিন্তু সেদেশের আইন অনুযায়ী স্থানীয় সহযোগী প্রয়োজন। মাহদি সহযোগী হতে রাজি হন। কিন্তু আয়ের সব টাকা নিজের কাছেই রাখছিলেন, প্রিয়া কিছু পাননি। প্রিয়ার পাসপোর্ট সহ বিভিন্ন কাগজপত্রও নিজের কাছে রেখেছিলেন মাহদি। প্রিয়া মাহদিকে চেতনানাশক দিয়ে অবশ করে কাগজপত্র নিতে চেয়েছিলেন। কিন্তু ওষুধের মাত্রা বেশি হওয়ায় মারা যান মাহদি।
প্রিয়ার মৃত্যদণ্ড কার্যকর স্থগিত করার জন্য হস্তক্ষেপের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। সুপ্রিম কোর্টে দায়ের হয় আবেদনও।
সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায় যে কূটনৈতিক স্তরে এই ধরনের পরিস্থিতিতে হস্তক্ষেপের বিশেষ সুযোগ থাকে না। সরকারি বৃত্তের বাইরে বিভিন্ন সহায়তা দেওয়ার চেষ্টা হয়েছে। অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরামানি সুপ্রিম কোর্টে জানান যে ইয়েমেনের পরিস্থিতি অত্যন্ত জটিল। স্বাভাবিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের সব সুযোগ কাজে লাগানো হয়েছে। আর বিশেষ কিছু করার নেই।
তবে প্রিয়ার পক্ষে নাগরিক স্তর থেকে আইনি লড়াই চলতে থাকে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও সানার প্রশাসনকে মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত স্থগিত রাখার আবেদন জানায়।
সংশ্লিষ্ট এনজিও ‘সেভ নিমিশা প্রিয়া’ জানিয়েছে, প্রিয়ার মা এবং আইনজীবীরা মাহদির পরিবারের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। সে দেশের আইনে এমন ব্যবস্থা রয়েছে যে নিহতের পরিবার ক্ষমা করলে মৃত্যুদণ্ড রদ হয়ে যেতে পারে। তার জন্য আর্থিক বিনিময় করতে হতে পারে।
জানা গিয়েছে ইয়েমেনের সংশ্লিষ্ট আদালত ১৮ জুলাই শুনানির দিন ঠিক করেছে। দুই পক্ষকে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে।
Nimisha Priya
কেরালার নার্স প্রিয়ার মৃত্যুদণ্ড আপাতত কার্যকর হচ্ছে না ইয়েমেনে

×
Comments :0