শনিবার এফবিআই'র আধিকারিকরা ঘোষণা করেছেন যে, আটজন খালিস্তানি সন্ত্রাসীবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) ভারতে ওয়ান্টেড একজনও রয়েছে। তাদের আমেরিকার বিভিন্ন স্থান থেকে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার আট খালিস্তানি সন্ত্রাসবাদীদের মধ্যে পবিত্র সিং বাটালাও রয়েছেন। যিনি পাঞ্জাবের একজন গ্যাংস্টার এবং নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন, বাব্বর খালসা ইন্টারন্যাশনাল (বিকেআই)'র নির্দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতো। তাকে খুঁজছে এনআইএ। বাটালা ছাড়াও ধৃতদের মধ্যে রয়েছে দিলপ্রীত সিং, অর্শপ্রীত সিং, অমৃতপাল সিং, বিশাল, গুরতাজ সিং, মনপ্রীত রন্ধাওয়া এবং সরবজিৎ সিং। ধৃতদের কাছ থেকে ৫টি হ্যান্ডগান, একটি অ্যাসল্ট রাইফেল, গুলি, উচ্চ ক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন ও মার্কিন ডলার নগদ উদ্ধার হয়েছে। পবিত্র সিং বাটালার নাম রয়েছে এনআইএ'র মোস্ট ওয়ান্টেড’ তালিকায়।
মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, অপহরণ ও নির্যাতন মামলার তদন্তে নেমে এই খলিস্তানিদের সন্ধান পায় এফবিআই। আমেরিকার একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে খলিস্তানিদের গ্রেপ্তার করা হয়।
Comments :0