HS Koel Goswami

জলপাইগুড়ির গ্রামের স্কুলের কোয়েল উচ্চমাধ্যমিকে সপ্তম

জেলা

নন্দনপুর বোয়ালমারী স্কুলের কোয়েল গোস্বামী।

জলপাইগুড়ি জেলা শহর থেকে প্রায় ১ ঘণ্টা পৌঁছতে লাগে যে স্কুলে, সেই নন্দনপুর বোয়ালমারী স্কুলের ৬৫ বছরের ইতিহাসে এই প্রথম কেউ রাজ্যের মেধা তালিকায় প্রথম ১০ স্থান করে নিল।
তিস্তা পাড়ের গ্রামীণ স্কুলের কোয়েল গোস্বামী রাজ্যে ৭তম হয়েছে। হাজারো প্রতিকূলতার মাঝেও নিজের লক্ষ্যে পৌঁছানোর মন্ত্র দিয়েছিলেন গ্রামীণ হাটে পান বিক্রেতা বাবা। আর সাহায্য করেছিলেন কচুয়া বোয়ালমারি উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকারা।
কোয়েল বলেছে, মা-বাবা আর স্কুলের শিক্ষক, তিন শক্তির জোরেই এই সাফল্য। 
এবিটিএ জলপাইগুড়ি জেলা কমিটি ও এসএফআই জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে কোয়েল গোস্বামীকে সম্বর্ধিত করা হয়। এবিটিএ’র জেলা সম্পাদক প্রসেনজিৎ রায়, জেলা সম্পাদকমণ্ডলী সদস্য কৌশিক গোস্বামী, জেলা নেতৃত্ব দেবাশিস রায়, প্রদীপ্ত দাস ও ধ্রুবজ্যোতি রায় সরকার। এসএফআই’র পক্ষে জেলা সম্পাদক অরিন্দম ঘোষ, জেলা নেতা পঞ্চম ঘোষ, রিয়াজ মহম্মদ, অর্ণব সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ ফুল, মিষ্টি, বই দিয়ে কোয়েলকে সম্বর্ধিত করে। 
আগামীতে পড়াশোনা করতে যাতে  কোন অসুবিধা না হয় তার জন্য পাশে থাকার বার্তা দেন।
কোয়েল জানায়, ভালো রেজাল্ট করার জন্য গ্রাম শহর কোন বিষয় নয় কঠোর পরিশ্রম এবং সঠিক পড়াশোনা করলে গ্রামেও ভালো ফল হতে পারে। ইংরেজি নিয়ে পড়াশোনা করে অধ্যাপক হতে চায় কোয়েল।

Comments :0

Login to leave a comment