KABITA — BISWAJIT ROY / MUKTADHARA

কবিতা — পতনের শব্দ / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  BISWAJIT ROY  MUKTADHARA

কবিতা

পতনের শব্দ

বিশ্বজিৎ রায়

কোথায় যেন পতনের শব্দ হচ্ছে,

সেই শব্দ এসে ঘাই মারছে বুকের দেওয়ালে

                            মস্তিকের গোপনে

ওই পতনের শব্দ কি তবে কিছু হারিয়ে যাওয়ার?

নাকি, কোনো সত্যকে নদীর গভীরে বিসর্জন দেওয়ার?

*

 

মেঘের আড়াল দিয়ে উৎসুক চাঁদ ভেসে যায়

রাতচরা পাখিরা কিছু না বুঝে অন্ধকারে ঘুরপাক খায়

                                            এলোমেলো

ওরাও কি শুনতে পায় কোন পতনের শব্দ?

বুঝতে চেষ্টা করে, আবহমানের নির্মিতিগুলি

ধ্বংস করে দেওয়া হচ্ছে কেন?

*

রাতজাগা কবিরাও শোনে ওই পতনের শব্দ,

কবিরাও খোঁজে, চেনা শব্দগুলিকে

পুড়িয়ে দিচ্ছে কারা, সন্দেহে...

 

Comments :0

Login to leave a comment