KABITA — GOURI SENGUPTA / MUKTADHARA

কবিতা — বিকল্প / মুক্তধারা

সাহিত্যের পাতা

KABITA  GOURI SENGUPTA  MUKTADHARA

বিকল্প
গৌরী সেনগুপ্ত

নীরব পাথারে মুখ ঢেকেছ কেন ?
কথা বলো। নতুবা সময় তো মূক 
সভ্যতা যদিও পিছু হটে না কখনো
আলো খুঁজবার মানুষ আজও উৎসুক ।

প্রতিজঙ্গলে ডানা মেলছে ইগল
প্রতিপাহাড়ে তবু উঠছে লাভা
বুকের মধ্যে রক্তস্রোতের ঢল
যা হারাবে তা কিনবে প্রতিভা ।

ভস্মরেখায় এসো । দেখো সহিষ্ণুতা
অধিকার তবু আজও মানুষেরই জন্য
হাহাকার মুছে দেয় যে উষ্ণতা
সেই মরুতে আঁকে স্রোতের স্বপ্ন ।

নেশা থেকে নামে সাপ মাতাল মহোৎসবে
উদবোধন হয় না তা প্রাণের গরবে ।


 

Comments :0

Login to leave a comment