KABITA — UTSAV CHANDRA / NATUNPATA

কবিতা — গাছের দেশে / নতুনপাতা

ছোটদের বিভাগ

KABITA   UTSAV CHANDRA  NATUNPATA

কবিতা —  নতুনপাতা

গাছের দেশে

উৎসব চন্দ্র

রাস্তার দুই ধারে ছিল
গাছ-গাছালির সারি,
তাই তো সবাই হেঁটে যেত
আনন্দ হত ভারি।

হারিয়ে যাচ্ছে মাথার উপর
আচ্ছাদনের পাতা,
রোদ্দুরে গা ঝলসে গেলেও
এটাই নগর কথা।

দাম না নিয়ে গাছেরা কেবল
মেলে ধরে ফুল-ফল
আকাশ ভরা মেঘ জমিয়ে
ঝরে বৃষ্টির জল।

তাই তো বলি গাছ কেটো না
গাছকে রাখো ধরে,
না হলে ভাই সবুজ ভাঁড়ার 
পাব কেমন করে।

বৃক্ষরোপণ--মাটি খোঁড়ো
ঘরবাড়ির পাশে
একটি করে লাগাও গাছ
হররোজ, প্রতি মাসে।

Comments :0

Login to leave a comment