কেন্দ্রের ইউএপিএ’র চেয়েও কড়া বিল বিধানসভায় পেশ করেছে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকার। এই বিল ফেরানোর দাবিতে মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় সভা করছে বামপন্থীরা। রাস্তায় নেমেছেন প্রায় ৫০ হাজার মানুষ।
সিপিআই(এম) জানিয়েছে যে রাজ্যের ২১ জেলায় হয়েছে প্রতিবাদ। বিরোধী মত দমন এবং নাগরিক অধিকার কেড়ে নেওয়ার জন্য এই স্পেশাল পাবলিক সেফটি বিল পেশ করেছে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ সরকার।
গত সপ্তাহ থেকে সিপিআই(এম), সিপিআই, পিডব্লিউপি, সিপিআই(এম-এল) লিবারেশন যৌথভাবে প্রতিবাদে নেমেছে।
কোনও সংগঠনকে দ্রুত ‘বেআইনি’ ঘোষণা করতে পারবে সরকার, এই বিল পাশ হলে। বামপন্থীরা বলেছেন, আইনের শাসনের ভিত্তির ওপর আঘাত করবে এই বিল।
বিধানসভায় বিল পেশ করলেও তা পাশ হয়নি। বিভিন্ন অংশের মতামত চাওয়া হয়েছে। আপত্তি জানিয়ে কয়েক হাজার চিঠি জমা পড়েছে।
রাজ্যজুড়ে প্রচারে নেতৃত্ব দেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য অশোক ধাওলে এবং মারিয়াম ধাওলে, রাজ্য সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অজিত নাওলে, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বিধায়ক বিনোদ নিকোলে।
Maharshtra CPI-M
দমনের বিল মহারাষ্ট্রে, সর্বাত্মক প্রতিবাদে বামপন্থীরা

×
Comments :0