purbasthali

পূর্বস্থলীর কৃষকদের আমের লোকসান পুষিয়ে দিচ্ছে লিচু

জেলা

আবহাওয়ার তারতম্যের কারণে এবার আমের ফলন না হলেও লিচুর ফলন খুবই ভালো। এই কথা মেনে নিয়েছেন কালনা মহকুমা কৃষি দপ্তরও। তাই বাগিচা ফসলের কৃষকদের আমের লোকসান পুষিয়ে দিয়েছে লিচু। আমের ফলন কমে যাওয়ার কারণ হিসেবে কালনা মহকুমা কৃষি বিশেষজ্ঞদের কথায়, ‘‘বেশ কিছুদিন ধরেই কোন বৃষ্টি হয়নি। তাপমাত্রাও ছিল ৪০ সেন্টডিগ্রির উপরে। ফলে আমের মুকুল অকালেই ঝড়ে গেছে। পাশাপাশি আমের আকারেও তেমন বৃদ্ধি হয়নি। গরমের সময় আম  গাছে সকাল সন্ধ্যায় জল স্প্রে করতে পারলে অনেক উপকার পেতেন কৃষক ভাইয়েরা। মুকুল ঝড়তো কম এবং ফলের বোটা শক্ত হত।’’ 


 

পূর্ব বর্ধমান জেলার কৃষি প্রধান মহকুমা কালনা। ভাগীরথী, বেহুলা, খড়ি, গুড়জোয়ানী, নিলেচকা, বাঁকা, গঙ্গুর প্রভৃতি বিভিন্ন নদী বয়ে গেছে এই মহকুমার পাঁচ ব্লকের উপর দিয়ে। ফলে নদীবিধৌত উর্বর মাটিযুক্ত পাঁচ ব্লকেই প্রচুর ফসল উৎপন্ন হয় পূর্বকাল থেকেই। ধান, আলু, পাটই এখানকার প্রধান ফসল। কিন্তু প্রযুক্তির উন্নয়নে এই প্রধান ফসলগুলির উৎপাদন উদ্বৃতের স্থানে পৌঁছে গেছে।  ফলে দামতো কমেছেই, মাঝে মাঝে বিক্রি পর্যন্ত হচ্ছে না। অথচ সার, বীজ, কীটনাশক প্রভৃতি কৃষি উপকরণের মূল্য ক্রমবর্ধমান। স্বাভাবিক কারনেই কৃষিতে উৎপাদন ব্যয় বৃদ্ধিতে চাষে নিয়ত লোকসান হচ্ছে কৃষকদের। তাই চিরাচরিত ফসলের চাষ কমিয়ে বিকল্প চাষ করার প্রবণতা বেড়েছে কৃষকদের। পূর্বস্থলী-১ ও ২ ব্লকের কৃষকরা বাগিচা ফসল আম, লিচু, পেয়ারা, কুল, পেঁপে চাষের দিকে ঝুঁকেছেন। সেই বাগিচা ফসলের অন্যতম হল আম। আবহাওয়া তারতম্যের কারণে এবার আমের ফলন মার খেলেও কৃষকদের পুষিয়ে দিয়েছে লিচু। কারণ কৃষকরা এবার লিচু বিক্রি করেছেন ১০০ থেকে ১৫০ টাকা কেজি দরে।

Comments :0

Login to leave a comment