Goa

শিরগাও মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৬

জাতীয়

শনিবার ভোরে গোয়ার শিরগাও মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো ছয় জনের। আহত একাধিক। এদিন ভোর ৪:৩০ টে নাগাদ ঘটনাটি ঘটে।  গোয়ার বিখ্যাত উৎসব লালরাই দেবীর যাত্রার জন্যই দর্শনার্থীদের ভিড় হয়েছিল এই মন্দিরে। প্রত্যেক বছর এপ্রিল থেকে মে মাসের সময়ই এই উৎসব হয় গোয়া, মহারাষ্ট্র ও কর্ণাটকে। 

এই উৎসবের জন্য প্রশাসন থেকে নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়েছিল। প্রায়  ১০০০জনেরও বেশি পুলিশ, কিছু ডিএসপি স্তরের পুলিশ, তার সঙ্গে সঙ্গে ছিলেন ১০০-রও বেশি  পুরুষ ও মহিলা কনস্টেবল। এছাড়াও ট্রাফিক সামলাতে মোতায়েন করা হয়েছিল ৩০০-রও বেশি ট্র্যাফিক পুলিশ। 

ভোর প্রায় ৪:৩০টে নাগাদ স্থানীয়রা এই আচার পালন করার সময়ই ঘটে এই পদপিষ্টের দুর্ঘটনা। এলাকার প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন যে, ভিড়ের মধ্যে হঠাৎই চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হলে সবাই আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করে। তখনই ঘটে এই দুর্ঘটনা। অনেকের দাবি বিদ্যুৎ সংযোগ থেকে সমস্যা তৈরি হয়। তাতে আতঙ্কিত হয়ে পড়েন সবাই। কি ভাবে এই ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এই দুর্ঘটনায় নিহদের প্রতি শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

গোয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনের অবস্থা সঙ্কট জনক। প্রশ্ন উঠছে পুলিশ মোতায়েন থাকলেও কি ভাবে এই দুর্ঘটনা ঘটলো। এর আগে কুম্ভ মেলাতেও এই একই ঘটনা ঘটেছিল।

Comments :0

Login to leave a comment