kailash mansarovar yatra

পাঁচ বছর পর শুরু হচ্ছে কৈলাস-মানস সরোবর যাত্রা

জাতীয়

দীর্ঘ পাঁচ বছর পর ফের শুরু হচ্ছে কৈলাস-মানস সরোবর যাত্রা। বিদেশ মন্ত্রক জানিয়েছে যাত্রা শুরু হবে ৩০ শে জুন থেকে। ভারত সরকারের ওয়েবসাইট  www.kmy.gov.in -এ রেজিস্ট্রেশন চলছেরেজিস্ট্রেশনের শেষ দিন ১৩ মে। 

সীমান্ত ঘিরে ভারত ও চীনের বিরোধের কারণে টানা পাঁচ বছর বন্ধ ছিল কৈলাস-মানস সরোবর যাত্রা। সম্প্রতিদুদেশের শীর্ষ স্তর থেকে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ওপর জোর দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিঙের বৈঠক থেকে একাধিক সিদ্ধান্ত হয়। তার মধ্যে কৈলাস-মানস সরোবর যাত্রা শুরু করার সিদ্ধান্ত একটি। 

বিদেশ মন্ত্রকের নির্দেশিকায় বলা হয়েছে, ‘‘কোন রকম শারীরিক অসুস্থতাযেমন ডায়বেটিসহাই প্রেসার বা অন্য কোন শারীরিক অসুবিধা থাকেতাহলে নাম নথিভুক্ত করবেন না।’’ বলা হয়েছে, ‘‘যাত্রা পথে যদি কোনও রকম শারীরিক অসুবিধা জানা গেলে বা আইটিবিপির স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারলে অর্থ ফেরানো হবে না।’’  বয়স সীমা ১৮ - ৭০ বছর পর্যন্ত

কৈলাস-মানস সরোবর যাত্রার দুটি পথ নির্ধারিত হয়েছে। একটিনাথুলা থেকে যেতে গেলে খরচা পড়বে ১লক্ষ ৪২ হাজার প্রায়।

আর অন্য রাস্তাটি হল লিপুলেখ পাস থেকে। খরচা পড়বে ৭০ হাজার ৪০০ টাকা প্রায়। 

এই দুটি পথে পাঁচটি করে দল যাবে। প্রতিটি দলে ৫০ জন করে সদস্য থাকবে। রেজিস্ট্রেশনের পর যাত্রীদের নাম ঠিক করা হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন করলেই যে যাওয়া যাবে তার কোনও মানে নেই। তথ্যের ভিত্তিতে কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থায় যাত্রীদের নির্বাচিত করা হবে।

Comments :0

Login to leave a comment