Mechhuya Death

মেছুয়ার অগ্নিকাণ্ডে মৃতদের নাম জানালো পুলিশ

রাজ্য কলকাতা

মেছুয়ার হোটেলে অগ্নিকাণ্ডে মৃতদের তালিকা বৃহস্পতিবার প্রকাশ করল পুলিশ। 
তালিকা অনুযায়ী এদের নাম হলো: রাজেশ কুমার সন্তুকা, কটক, 
দুষ্মন্ত কুমার, খরদহ
পি রিথান, তামিনাড়ু
নীরজ কুমার, বিহার
মনোজ কুমার পাসওয়ান, ঝাড়খণ্ড
কমল নওয়ালগারিয়া, এলাহাবাদ
আকৃতি নওয়ালগারিয়া, এলাহাবাদ
পি দিয়া, তামিলনাডু
এস মুথুকৃষ্ণান, তামিলনাডু
দুষ্মন্ত কুমার নায়েক, ভুবনেশ্বর
মনোজ কুমার পাত্র, জগৎসিংহ পুর
রাজেশ কুমার, বিহার
এদিন সকালে মেছুয়া বাজারের অগ্নিদগ্ধ হোটেলের মালিক ও ম্যানেজারকে গ্রেপ্তার করে পুলিশ। 
মালিক আকাশ চাওলা ও ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার সকালে। 
গত বুধবার প্রশাসন যখন দিঘায় ব্যস্ত মেছুয়ার এই হোটেলে আগুন লেগে ১৪ জন মারা যান। 
অগ্নিকাণ্ডে ১৪ জনের মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে ধোঁয়ায় দমবন্ধ হয়ে ছটফট করতে করতে। তার মধ্যে দু’টি শিশুও রয়েছে। 
হোটেল জুড়ে বেআইনি নির্মাণের ছবি। হোটেলের দোতলায় পানশালার সম্প্রসারণের কাজ চলছিল অবৈধভাবে গত কয়েকমাস ধরে। দোতলাতেই ওই পানশালার পাশাপাশি ‘ডান্স বার’ হওয়ার কথা। যাবতীয় অনুমোদিত পরিকল্পনা বদলেই কর্পোরেশনের চোখের সামনে চলছিল নির্মাণ কাজ। গার্ডেনরিচে শাসক দলের বেআইনি নির্মাণ ভেঙে পড়ার ঘটনার পরে কর্পোরেশনের তরফে অ্যাপ-ডায়েরি করা হয়েছিল। তাতে কর্পোরেশন সাব অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা রয়েছে। সেখান থেকেই চলার কথা নজরদারি। খোদ মেয়র ঘোষণা করেছিলেন তা। 
হোটেলের ভিতরে এই অবৈধ নির্মাণই আগুন লাগার পরে মুহূর্তে ওই হোটেলটিকে মৃত্যুপুরীতে পরিণত করেছিল।

Comments :0

Login to leave a comment