গত ম্যাচে টটেনহ্যামকে হারিয়ে ২০তম প্রিমিয়ার লিগের শিরোপা অর্জন করেছে লিভারপুল। আগামীকাল স্ট্যামফোর্ড ব্রিজে খেলা রয়েছে চেলসির বিরুদ্ধে। এই ম্যাচ শুরু আগেই ' গার্ড অফ অনার ' এর সম্মানে সম্মানিত করবে চেলসি। সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন চেলসি কোচ এন্জো মারেসা । ২০২০ সালে প্যানডেমিকের সময়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল দল। সেবারও ' গার্ড অফ অনার ' দিয়েছিল চেলসি । যদিও এই নিয়ম কোনো বাধ্যতামূলক নয়। প্রতিপক্ষ দলকে সম্মানার্থে এই সম্মান দিয়ে থাকে দল।
English Premier Legue
লিভারপুলকে ' গার্ড অফ অনার ' দেবে চেলসি

×
Comments :0