English Premier Legue

লিভারপুলকে ' গার্ড অফ অনার ' দেবে চেলসি

খেলা

CHELSEA DECIDES TO GIVE AN  GUARD OF OWNER  FOR 20TH TIME EPL CHAMAPIONS LIVERPOOL

গত ম্যাচে টটেনহ্যামকে হারিয়ে ২০তম প্রিমিয়ার লিগের শিরোপা অর্জন করেছে লিভারপুল।  আগামীকাল স্ট্যামফোর্ড ব্রিজে খেলা রয়েছে চেলসির বিরুদ্ধে। এই ম্যাচ শুরু আগেই    ' গার্ড অফ অনার ' এর সম্মানে সম্মানিত করবে চেলসি। সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন চেলসি কোচ এন্জো মারেসা । ২০২০ সালে প্যানডেমিকের সময়ে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল দল। সেবারও  ' গার্ড অফ অনার ' দিয়েছিল চেলসি । যদিও এই নিয়ম কোনো বাধ্যতামূলক নয়। প্রতিপক্ষ দলকে সম্মানার্থে এই সম্মান দিয়ে থাকে দল।

Comments :0

Login to leave a comment