MONDA MITHI — JUDO / PRANTIK MAZUMDAR — NATUNPATA

মণ্ডা মিঠাই / জুডো — প্রান্তিক মজুমদার / নতুনপাতা

ছোটদের বিভাগ

MONDA MITHI   JUDO  PRANTIK MAZUMDAR  NATUNPATA

মণ্ডা মিঠাই / নতুনপাতা

জুডো
প্রান্তিক মজুমদার

জুডো (জাপানি ভাষায় জু-দো, অর্থাৎ ধীর পথ) একটি আধুনিক মার্শাল আর্ট, শারিরীক সক্ষমতার যুদ্ধ বিষয়ক খেলা এবং অলিম্পিক খেলা । এর উৎপত্তি ১৮৮২ সালে জাপানে জিগরো কানের মাধ্যমে। 
জুডোর বিশেষভাবে লক্ষ্যনীয় দিকটি হচ্ছে প্রতিযোগিতা মূলক উপাদান, যেখানে লক্ষ্য থাকে প্রতিপক্ষকে মাটিতে নিক্ষেপ করা বা আছাড় মারা অথবা বল প্রয়োগে গিঁট আবদ্ধের মাধ্যমে বা শ্বাস রোধের মাধ্যমে প্রতিপক্ষকে আত্মসমর্পণ করতে বাধ্য করা। 
প্রাচীন কাল থেকেই মানুষ আত্মরক্ষার জন্য বিভিন্ন কৌশল আবিষ্কার করে আসছে এবং ক্রমেই তা আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। খালি হাতে নিজেকে বাঁচানোর একটা অন্যতম কৌশল হচ্ছে জুডো। জুডো জাপানি শব্দটির অর্থ Gentle Way । ১৯৬৪ সালে জুডো অলম্পিক গেমসে প্রথম বারের মতো অন্তর্ভুক্ত করা হয়।

প্রান্তিক মজুমদার, অষ্টম শ্রেণি, আমাদের পাঠশালা

Comments :0

Login to leave a comment