MONDA MITHI — NATUNPATA / P K BENARJEE

নতুনপাতা — মণ্ডা মিঠাই / পি কে ব্যানার্জি

ছোটদের বিভাগ

MONDA MITHI  NATUNPATA   P K BENARJEE

নতুনপাতা

মণ্ডা মিঠাই

পি কে ব্যানার্জি
২৩ জুন, ১৯৩৬ – ২০ মার্চ, ২০২০


একজন সফল ফুটবলার এবং প্রশিক্ষক। ৬ বার ভারতীয় ফুটবল দলের হয়ে  ৩৬ টি ম্যাচ, ১৯ টি গোল, অর্জুন পুরস্কার, পদ্মশ্রী, ফিফার সর্বোচ্চ পুরস্কার, অর্ডার অফ মেরিট পুরস্কারে ভূষিত। তিনটি এশিয়ান গেমসে খেলেন  - টোকিও ১৯৫৮, জাকার্তা ১৯৬২ (চাম্পিয়ন)  এবং ব্যাংকক ১৯৬৬ এশিয়ান গেমস ফুটবল দলের সদস্য। মেলবোর্ন ১৯৫৬, রোমে ১৯৬০ গ্রীষ্মকালীন অলিম্পিকে ভারতীয় ফুটবল দলের সদস্য। মারডেকা কাপে ভারতের হয়ে তিনবার  ১৯৫৯ (রূপো) , ১৯৬৪ (ব্রোঞ্জ) ও ১৯৬৫ খ্রিস্টাব্দে  খেলেন। ১৯৬৮ খ্রিস্টাব্দে অবসর নেন। 


১৯৭২-৭৫ খ্রিস্টাব্দ এবং ১৯৮০, ১৯৮৩, ১৯৮৫, ১৯৮৮, ১৯৮৯, ১৯৯৬ ও ১৯৯৭ খ্রিস্টাব্দে  ইস্টবেঙ্গলের কোচ।  তাঁর প্রশিক্ষণে মোহনবাগান আইএফএ শীল্ড, রোভার কাপ এবং ডুরান্ড কাপ একই মরশুমে জিতেছিল, যা মোহনবাগানের একই মরশুমে তিনটি কাপ জেতার প্রথম অধ্যায়। ক্লাব কোচিংয়ে তার সাফল্য মোট ৫৩টি ট্রফিতে - ২৮টি ইস্টবেঙ্গল এবং ২৫টি মোহনবাগানের।  ১৯৭০ খ্রিস্টাব্দে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ী দলের কোচ। ১৯৮৬ পর্যন্ত ভারতের জাতীয় ফুটবল দলের কোচ এবং পরে  জামসেদপুরের টাটা ফুটবল একাডেমির ১৯৯১- ১৯৯৭ টেকনিক্যাল ডিরেক্টর।  ১৯৯৯ খ্রিস্টাব্দে তিনি আবার ভারতের জাতীয় ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন।

 

Comments :0

Login to leave a comment