ইতিহাসকে বোঝার জন্য, সত্য আর মিথ্যা প্রচারের ফারাক বুঝতে সাহায্য করে বই। জনতার শ্তরু কে, বন্ধু কে চেনাতে সাহায্য করে। ‘দ্বেষ’-কে ঠেকিয়ে ‘দেশ’ গড়ার লড়াইয়েও হাতিয়ার বই। শারদোৎসবে তাই বুক স্টল জরুরি। এমনই লক্ষ্যে জানিয়ে শুরু শিবপুরে চালু হলো বুক স্টল। শনিবার বুক স্টলের উদ্বোধন করলেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
শনিবার সিপিআই(এম) দক্ষিণ পূর্ব হাওড়া এরিয়া কমিটির উদ্যোগে শিবপুরে স্বাধীনতা সংগ্রামী জীবন মাইতির শহীদ বেদি সংলগ্ন এলাকায় প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্রের উদ্বোধন হয়। ছিলেন সিপিআই(এম) হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ, পাটি নেতা সমীর সাহা। সভাপতিত্ব করেন প্রণব চ্যাটার্জী। গান গেয়েছেন শুভপ্রসাদ নন্দী মজুমদার, ভারতীয় গণনাট্য সংঘের শিবপুর শাখার সদস্যরা।
সেলিম বলেন, সৃজনশীল মন গড়ে তোলে বই। দেশে শিক্ষা ও সংস্কৃতির উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। মানব সভ্যতার ইতিহাস জানতে বইয়ের চর্চা প্রয়োজন। কিন্তু দেশের শাসক দল চায় না আজকের প্রজন্ম ইতিহাস চর্চা করুক। এ রাজ্যেও কিছু মানুষ বই পোড়ায়। যারা বই পোড়ায় তারা চায় না সভ্যতার ইতিহাস সম্পর্কে মানুষ অবগত হোক।
তিনি বলেন, দেশে এবং এ রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেবার চেষ্টা চলছে। প্রতিরোধ করা জরুরি।
দিলীপ ঘোষ বলেন বহু প্রতিকূলতকে অতিক্রম করেই এগিয়ে চলেছে প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্র। স্বাধীনতার পরে এত বড় বিপদ আমাদের সামনে আগে আসেনি। দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা আক্রান্ত। শাসক শ্রেণীর বিপক্ষে কথা বলার অপরাধে আক্রান্ত হতে হচ্ছে। এ রাজ্যেও গণতন্ত্র বিপন্ন। দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। সবাইকে একজোটে নামতে হবে।
Comments :0