MUKTADHARA DHUSARBELA MANISH DEB /18 JUNE

মুক্তধারা ধূসরবেলা মনীষ দেব

সাহিত্যের পাতা

MUKTADHARA  DHUSARBELA MANISH DEB 18 JUNE 2023

 ধূসরবেলা 

বৃষ্টি — বর্ষার গ্রাম — বন্যার কথা 
মনীষ দেব

        বর্ষার গ্রামে — বৃষ্টি এসে ছিল।
        বন্যার কথা — বর্ষা বলেছিল। 
        পুজো মন্ডপের মেরাপ বাধা হয়ে গেছে। ১৯৭৮ সেপ্টেম্বরের ২৮ বৃষ্টি এলো আকাশ ভেঙে দু কুল ছাপিয়ে — পাহাড় থেকে সাগর ভেসে গেল। প্রবল থেকে প্রবলতম জলরাশির সামনে মানুষ। জলপ্রবাহে ভেসে যাচ্ছে মানুষ, ভেসে যাচ্ছে ঘর, ভেসে যাচ্ছে জীবিত ও মৃত পশুরা। এই প্রথম বর্ষা গ্রাম কাঁদতে ভুলে গিয়েছিল। 
পাষাণ বাংলার আর্তনাদ, বাতাস ভারী হয়ে আসা আতঙ্কের মাঝেও এক অন্য বাংলা — কাধে কাধ রেখে — বুকে বুক দিয়ে বাঁচার লড়াই — বাম বাংলার — লাল বাংলার।
   লাল বাংলার — প্রথম লড়াই — জিতে ফিরে ছিল বর্ষার গ্রাম, সেই গ্রামের বন্যার কথা — বৃষ্টি তুই কথা রাখিস নি, নাকি ইতিহাস লিখে রেখে যেতে চেয়েছিলি বৃষ্টি —  অনুভব — লড়াই — ভালবাসার বাংলার কথা।

 
        এই ধূসর বেলায়
        ফিরে দেখা — বর্ষার গ্রাম 
        ফিরে দেখা — বন্যার কথা
        ফিরে ফিরে — সেই বৃষ্টি, তোমার কথা
        কিন্তু ফিরবে কী বাংলার সেই মুখ? যা বারুদের গন্ধে মাখা নয়। বৃষ্টি তুমি আবার এসো - বোমার বৃষ্টি হয়ে নয়। ভালবাসার বৃষ্টি হয়ে। অপরাধের 
বাংলা পেরিয়ে — বর্ষার গ্রামে যাব - আতঙ্কের মুখ গুলোতে — বন্যা তোমার ভালবাসার কথা লিখে দেবো।


 

Comments :0

Login to leave a comment