POETRY — BISWJIT KAR | KABITA KANDCHE — MUKTADHARA | 25 JUNE 2024

কবিতা — বিশ্বজিৎ কর | কবিতা কাঁদছে! — মুক্তধারা | ২৫ জুন ২০২৪

সাহিত্যের পাতা

POETRY   BISWJIT KAR  KABITA KANDCHE  MUKTADHARA  25 JUNE 2024

কবিতা

কবিতা কাঁদছে! 
বিশ্বজিৎ কর

মুক্তধারা

 

স্বামী-স্ত্রী,
সোহাগে, চুম্বনে — 
একই ঘরে, একই শয্যায় —- 
একটু কাছাকাছি, ঘনিষ্ঠ! 
ওরাও জ্বলল আজ, 
"মানুষ"-এর দেওয়া আগুনে! 
সংসার পুড়ল, ভালবাসা পুড়ল —
মনুষ্যত্ত্ব ছাই হ'ল, গণতন্ত্র পিন্ড হল-চল 
ভাগাড়ে ফেলে আসি! 
ও কবি, তোমার বোধ হচ্ছে না? 
ও কবি, আর কত জয় চাও? 
পোড়া গন্ধ পাচ্ছ না? 
সুবিধাবাদের আতরমাখা রুমালটা ঐ মানুষ- 
জ্বালানোর আগুনে ছুঁড়ে দাও--- 
দাও, দাও, এক্ষুণি দাও!
শুনতে পারছো, কবিতা কাঁদছে!

Comments :0

Login to leave a comment