POETRY: SHARAD MUKTADHARA — ARINDHAM MUKHOPADHAYA

কবিতা — উৎসব / শারদ নতুনপাতা

ছোটদের বিভাগ

POETRY SHARAD MUKTADHARA  ARINDHAM MUKHOPADHAYA

শারদ নতুনপাতা

কবিতা 

উৎসব
অরিন্দম মুখোপাধ্যায়

টাকডুম টাকডুম বাজে
দুগ্গা পুজোর ঢাক
ঢাকের তালে খোকাখুকু 
নাচছে তা ধিন তাক।

মিতা নাচে মোতিন নাচে
নাচে হারান ঢালী 
ওদের সঙ্গে নাচছে দেখো
আবু জাফর আলী।

মনের টানে প্রাণের ঘ্রাণে
উৎসব হয় রঙিন
বুঝুক যারা উঁচিয়ে আছে
বিভাজনের সঙিন।

Comments :0

Login to leave a comment