POETRY: SHARAD NATUNPATA — ZAHANGIR MIDHDE

কবিতা — সপ্তাহ খানেক / শারদ নতুনপাতা

ছোটদের বিভাগ

POETRY SHARAD NATUNPATA   ZAHANGIR MIDHDE

শারদ নতুনপাতা

কবিতা
সপ্তাহ খানেক
জাহাঙ্গীর মিদ্দে

সপ্তাহ খানেক ছুটি, এটাই যা আনন্দ 
আর কিসে আনন্দ, খুঁজে পাই না।
পুজো প্যাণ্ডেল হয়ত আনন্দ দেয় 
বিগ্রহ দেয় না।
প্যাণ্ডেল থেকে প্যাণ্ডেলের কারুকাজ, এক অনন্য আয়োজন।
মন কাড়ে, স্পর্শের আওতায় আসে সুখানুভূতি ।
নানান রূপ অরূপের মানব মানবীর ঝলমলে আবরণ
তাদের হাসি হাসি মুখ
নান্দনিক শোভা প্রদান করে।
সপ্তাহ খানেক কত মানুষ দেখা হয়
সারা বছর তা হয় না।
এই মন এই প্রাণ মানুষ পূজা করে,
বিগ্রহ নয়।
সপ্তাহ খানেক কত কত মানুষ, তাদের সুখি সুখি মুখ,
আহা মানুষের মুখ, কি আনন্দ, সারা পৃথিবী খুজলেও এ আনন্দ, কোথায় আনন্দ!

Comments :0

Login to leave a comment