POETRY: SHARAD NATUNPATA — FATIK CHOWDHARY

কবিতা — শিউলি ও শরৎ / শারদ নতুনপাতা

ছোটদের বিভাগ

POETRY SHARAD NATUNPATA  FATIK CHOWDHARY

শারদ নতুনপাতা

কবিতা

শিউলি ও শরৎ
ফটিক চৌধুরী

আমরা যখন ঘুমিয়ে থাকি
চুপচাপ
ভোরের বেলা শিউলি ঝরে
টুপটাপ।
শিশির মেখে গন্ধ ছড়ায়
শিউলি হাসে
সেই হাসিটা ছড়িয়ে দেয়
দূর্বাঘাসে।

সকালবেলা সবাই দেখি
সূর্য ওঠা
সাদা শিউলি স্নিগ্ধ কোমল
কমলা বোঁটা।
গাছের নীচে ঝরতে থাকে
অবিরত
মনে কি তার দুঃখ অনেক
গভীর ক্ষত?

শরৎ এলে শিউলি ফোটে 
এটাও জেনো
শেফালি বলে ডাকলে কেউ
সেটাও মেনো।
শিউলি-গন্ধে মন ভরে যায়
পুজোর চারদিন
শিউলি আর শরতের কাছে
অনেক ঋণ।

Comments :0

Login to leave a comment