POETRY: Sharad Natunpata — BHABANISHANKAR CHAKRABORTY

কবিতা — বদ্যিনাথের দুঃখু / শারদ নতুনপাতা

ছোটদের বিভাগ

POETRY Sharad Natunpata  BHABANISHANKAR CHAKRABORTY

শারদ নতুনপাতা

কবিতা

বদ্যিনাথের  দুঃখু

ভবানীশংকর চক্রবর্তী

বদ্যিনাথ  দ্যাখে বউ ছেলেমেয়ে নিয়ে 
ঠাকুর দেখতে যাচ্ছে লোকে ঝুপড়ির পাশ দিয়ে
নতুন জামা জুতো পরে যাচ্ছে হেঁটে সুখে
তাই না দেখে বদ্যিনাথের দুঃখু জাগে বুকে
কাজ করেও কাজের টাকা পায়নি আজও হাতে 
ছিল আশা নতুন জামা কাপড় কিনবে তাতে
বাপ হয়ে পারল না সে দিতে নতুন পোশাক
এ দুঃখ তার বুকের ভেতর পাথর হয়েই থাক
জোড়  হাতে  মনে মনে দেবীর কাছে চায়
উৎসবে সব শিশু যেন নতুন পোশাক পায়
দরদবিগলিত ধারায়  বুজে আসে চক্ষু 
কে বুঝবে বদ্যিনাথের মতো বাপের দুঃখু 


 

Comments :0

Login to leave a comment