NAUSHAD SIDDIQUE

পুলিশ পুরোপুরি নিষ্ক্রিয়: কমিশনে ক্ষোভ নওশাদের

রাজ্য

NAUSHAD SIDDIQUE নির্বাচন কমিশনের দপ্তরের সামনে নওশাদ সিদ্দিকী।

ভাঙড়ে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেয়নি তৃণমূল। আর পুলিশ পুরো নিষ্ক্রিয় হয়ে দাঁড়িয়ে রয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে এসে এই ভাষায় ক্ষোভ উগড়ে দিলেন ভাঙড়ের বিধায়ক আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী। 

সিদ্দিকী সংবাদমাধ্যমে বলেছেন, ‘‘১৪৪ ধারা কেবল বিরোধীদের জন্য। শাসকের জন্য কোনও ধারা নেই।’’ তাঁর অভিযোগ, ‘‘বিডিও দপ্তরের ভেতরও দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূলের গুণ্ডাবাহিনী। আইএসএফ প্রার্থীদের ফাইল কেড়ে নেওয়া হয়েছে। মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি।’’ 

মনোনয়ন পর্বের শেষ দিনেও উত্তপ্ত থেকেছে ভাঙড়। নিহত হয়েছে আইএসএফ কর্মী। তৃণমূলের বাহিনীর এক এবং একমাত্র উদ্দেশ্য ছিল বিরোধীদের মনোনয়নে বাধা দেওয়া। নির্বাচন কমিশন বিডিও দপ্তর ঘিরে ১ কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে। সেই নির্দেশ ধুলেয় মিশিয়ে শাসক তৃণমূলের গুন্ডা বাহিনীকে বিডিও দপ্তরের ভেতরেও দাপিয়ে বেড়াতে দেখা গিয়েছে।’’ 

সিদ্দিকী বলেছেন, ‘‘হাইকোর্ট বিরোধীদের পাহারা দিয়ে মনোনয়ন জমার ব্যবস্থা করতে বলেছিল পুলিশকে। পুলিশ নিষ্ক্রিয়। বাড়ির ছাদ থেকে গুলি ছোঁড়া হচ্ছে।’’ তিনি বলেন, ভাঙড়ের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু তিনি দেখা করেননি।’‘ নওশাদ বলেছেন, ‘‘যেখানেই বিরোধীরা শক্তিশালী তৃণমূল সেখানে মনোনয়নে বাধা তৈরি করছে। ভাঙড়-১ ব্লকে মনোনয়ন জমা দিতে দেয়নি।’’ 

Comments :0

Login to leave a comment