QUIZ / NatunPata — AML KAR / 19 October - ANS.

বলতে পারো — অমল কর / সমাধান ১৯ অক্টোবর / নতুনপাতা

ছোটদের বিভাগ

QUIZ  NatunPata  AML KAR  19 October - ANS

নতুনপাতা

বলতে পারো   

অমল কর  

সমাধান ১৯ অক্টোবর

জিজ্ঞাসা 
১)একদিনের  ৫০ওভারের বিশ্বকাপ ক্রিকেটে  কোন্ দল কার বিরুদ্ধে ৩টি সেঞ্চুরি করে?
২)ভারত প্রথমবার এশিয়ান গেমসে ব্যাডমিন্টনে সোনা জেতে। কারা জেতেন, কার বিরুদ্ধে ?
৩) রবিতীর্থ-র প্রতিষ্ঠাত্রী, শিল্পী 
সুচিত্রা মিত্র রবীন্দ্রসংগীত ও
তাসের দেশ পরিবেশনে বিশ্বের
কোন্ কোন্ দেশে পরিভ্রমণ করেন ?
৪) 'মহিষাসুর মর্দিনী '-তে কে স্তোত্রপাঠ করেন?কে ছিলেন সংগীত পরিচালক?
৫) রবীন্দ্রনাথ ঠাকুর মোট কতগুলো নাটকে অভিনয় করেন?
৬) বিশ্বের সবচেয়ে দামি দুর্লভ ও
সুন্দর পায়রা কোনটি?
 

সমাধান 
১)২০২৩ -এর ৫০ ওভারের বিশ্বকাপ ক্রিকেটে নয়া দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, ডুসেন ও আইভ্যান মার্করাম সেঞ্চুরি করেন। বিশ্বকাপের ৫০ ওভারের খেলায় এক ইনিংসে ৩টি সেঞ্চুরি বিশ্বরেকর্ড ।
২)চিন এশিয়ান গেমসে দক্ষিণ
কোরিয়ার বিরুদ্ধে ভারতের সাত্ত্বিক সাইরাজ- চিরাগ শেঠি প্রথমবার ব্যাডমিন্টনে সোনা জেতেন। 
৩) সিংহল (১৯৬২), মস্কো (১৯৭৩),
কানাডা(১৯৭৪), হাঙ্গেরি(১৯৭৪),
আমেরিকা (১৯৭৫) এবং সুইজারল্যান্ড 
ও লন্ডন(১৯৭৫)ভ্রমণে সুচিত্রা মিত্র রবীন্দ্রসংগীত ও তাসের দেশ
পরিবেশনে যান।
৪) বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র 'মহিষাসুর  মর্দিনী '-তে স্তোত্রপাঠ করেন এবং সংগীত পরিচালক ছিলেন পঙ্কজকুমার মল্লিক।
৫) রবীন্দ্রনাথ  ঠাকুর মোট ১৩টি নাটকে অভিনয় করেন ।
৬) বিশ্বের দামি দুর্লভ ও সুন্দর পায়রা ভিক্টোরিয়ান ক্রাউনড। নিউগিনিতে নীলাভ রঙের লাল চোখের অনন্য ঝুঁটির এই পায়রা পাওয়া যায়। দাম একজোড়া ছয় লক্ষ টাকা  ।

Comments :0

Login to leave a comment