বলতে পারো | অমল কর | নতুনপাতা — ২০২৫ জানুয়ারি ৯
জিজ্ঞাসা
১. ফরাসি সুপার কাপ ফুটবল বিজয়ী এবার কোন্ দল ?
২. ২০২৪ সালে সন্তোষ ট্রফির বিজয়ী দলের কোচ, অধিনায়ক ও সর্বাধিক গোলদাতার নাম বলো।
৩. বিশ্বভারতী চিঠিপত্র সিরিজে "ভাই ছুটি" শিরোনামে যেটি প্রকাশ করে সে সম্বন্ধে যা জানো বলো।
৪. পল্লিকবি জসিমউদদীন প্রধান কোন্ কোন্ পুরস্কার লাভ করেন?
৫. বিশিষ্ট ব্যঙ্গচিত্রী হরিশচন্দ্র শুক্লা , যিনি "কাক" ছদ্মনামে ব্যঙ্গচিত্র বা কার্টুন আঁকতেন ,তাঁর সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৬. ভারতের কোথায় কতদিন পরে পাওয়া যায় দুষ্প্রাপ্য "নীলকুরেঞ্জি" ফুল?
Comments :0