বলতে পারো
অমল কর
নতুনপাতা
জিজ্ঞাসা
১. ফুটবলে ২০২৪ সালে পুরুষ বিভাগে কোন ক্লাব সেরা ক্লাবের স্বীকৃতি লাভ করে?
২. মহিলা বিভাগে ফুটবলে ২০২৪ সালে কোন ক্লাব সেরা ক্লাবের স্বীকৃতি লাভ করে?
৩. ব্রিটিশ সরকার বিরোধী কবিতা লিখে কবি কাজী নজরুল ইসলাম কবে জেলমুক্ত হন?
৪. সাহিত্যিক শিবরাম চক্রবর্তী সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৫. বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন সম্বন্ধে যা জানো খুব সংক্ষেপে বলো।
৬. ইংরেজি,চিনের মান্ডারিন, হিন্দি,রুশ ও বাংলা ভাষায় বিশ্বে কতলোক কথা বলেন?
সমাধান
১. ফুটবলে ২০২৪ সালে পুরুষ বিভাগে শ্রেষ্ঠ ক্লাবের স্বীকৃতি লাভ করে রিয়েল মাদ্রিদ।
২. ফুটবলে মহিলা বিভাগে ২০২৪ সালে সেরা ক্লাবের স্বীকৃতি লাভ করে এফ সি বার্সেলোনা ক্লাব।
৩. ভারতের স্বাধীনতা আন্দোলনে প্রথম কবি হিসেবে কাজি নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকায় 'আনন্দময়ীর আগমনে' কবিতা লিখে কারারুদ্ধ হলে ১৯২৩ সালের ১৫ ই ডিসেম্বর বহরমপুর জেল থেকে মুক্ত হন।
৪. ফিচার লেখক ও স্বাধীনতা সংগ্রামী শিবরাম চক্রবর্তী ছিলেন কবি( 'মানুষ' প্রথম গ্ৰন্থ),গল্পকার( শ্রেষ্ঠ গল্প),
ঔপন্যাসিক ( বাড়ি থেকে পালিয়ে ইত্যাদি) প্রাবন্ধিক (মস্কো থেকে পন্ডিচেরি), নাট্যকার (হাফডজন হাসির নাটক )শিশুসাহিত্যিক ( মৌচাক ও বিদ্যাসাগর পুরস্কার প্রাপ্ত)। রবীন্দ্র পুরস্কার,ও আনন্দ পুরস্কার জয়ী।
৫. জাকির হোসেন বিশ্বখ্যাত তবলাবাদক ও সংগীতজ্ঞ , 'শক্তি' ব্যান্ডের প্রতিষ্ঠাতা , চলচ্চিত্র অভিনেতা ও সংগীত পরিচালক__
জর্জ হ্যারিসন, আমজাদ আলি খান প্রমুখের সাথে সংগত করেন। তিনি ৪ টি গ্ৰ্যামী পুরস্কার এবং পদ্মশ্রী,পদ্মভূষণ,পদ্মবিভূষণ স্বীকৃতি লাভ করেন।
৬. বিশ্বে ইংরেজি ভাষায় ১৫০ কোটি, চিনের ম্যান্ডারিন ভাষায় ১১০ কোটি, হিন্দি ভাষায় ৬০.৮ কোটি, বাংলা ভাষায় ২৭.৮২ কোটি এবং রুশ ভাষায় ২৫.৫৪ কোটি মানুষ কথা বলেন।
Comments :0