MURSHIDABAD PRATIBANDHI SAMMILANI

মুর্শিদাবাদ জুড়ে কর্মসূচি প্রতিবন্ধী সম্মিলনীর

জেলা

মুর্শিদাবাদে প্রতিবন্দী সম্মিলনীর কর্মসূচি সাধারণতন্ত্র দিবসে।

পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনীর মুর্শিদাবাদ জেলা কমিটির আহ্বানে সাধারণতন্ত্র দিবসে ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানকে অটুট রাখার কথা বলে জাতীয় পতাকা ও সংগঠনের হলুদ পতাকা উত্তোলন করে পালন করা হলো ৭৫ তম সাধারণতন্ত্র দিবস।
 লালগোলা,নওদা,নবগ্রাম, সালার, রেজীনগর,সামসেরগঞ্জ সাগরদিঘী,উম্মরপুর, ডোমকল,মুর্শিদাবাদ,বেলডঙ্গা, রঘুনাথগঞ্জ ২, ইসলাম পুর, বহরমপুর এলাকায় বিশেষভাবে সক্ষমদের উপস্থিতিতে পালিত হয় এই দিনটি।

Comments :0

Login to leave a comment