P Thankappan Nair

প্রয়াত ‘খালি পায়ের ইতিহাসবিদ’

জাতীয়

৯১ বছর বয়সে প্রয়াত হলেন ‘খালি পায়ের ইতিহাসবীদ’। মঙ্গলবার কোচিতে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইতিহাসবীদ পি থাঙ্কাপ্পন নায়ার। 
নায়ার কাঁসারি পাড়া রোড, ভবানীপুরে দু কামড়ার ভাড়া বাড়িতে চার দশকেরও বেশি সময় ধরে ছিলেন। কলকাতাকে কেন্দ্র করে ৬০টিরও বেশি বই (ইংরেজিতে) লিখেছিলেন তিনি।
পরমেশ্বরন থাঙ্কাপ্পন নায়ার হাওড়া রেলওয়ে স্টেশনের মাদ্রাজ মেল থেকে জামাকাপড় এবং শংসাপত্রের একটি ব্যাগ নিয়ে নেমেছিলেন। তার আগে মাঞ্জপরা থেকে কলকাতায় আসার আগে ২২ বছর বয়সী নায়ার অনেক চাকরির চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ব্যার্থ হন।
১৯৫০ সালে তিনি শহরের একটি বেসরকারি সংস্থায় টাইপ রাইটারের কাজ পান। কাজ করতে করতে কলকাতার ঐতিহ্য তাকে আকৃষ্ট করেন। এখানকার মানুষ, তাদের জীবন যাপন, সংস্কৃতি তাকে প্রভাবিত করে। পরবর্তী কালে গুয়াহিটে কয়েকদিন কাজ করলেও তিনি ফের ফিরে আসেন কলকাতায়। ১৯৭৬ থেকে ২০১৮ পর্যন্ত কাঁসারি পাড়া ছিল তার ঠিকানা। পরিবারের সদস্যদের অনুরোধে ৮৬ বছর বয়সে কেরালায় ফিরে যান তিনি। 
তিনি শহরের রাস্তা, এর পুলিশ বাহিনী এবং শহরের ইতিহাস সম্পর্কে লিখেছেন। কলকাতায় কাটানো কয়েক দশকে, বেশিরভাগ সময় পায়ে হেঁটে, দর্শনীয় স্থানে ঘুরে এবং মানুষের সাথে দেখা করে, নায়ার বই লিখেছেন। শহরের তার সূক্ষ্ম সম্পর্ক তাকে কলকাতার ‘খালি পায়ের ইতিহাসবিদ’ উপাধিতে ভূষিত করেছিল।
তার সবচেয়ে উল্লেখযোগ্য বই গুলো হলো ‘এ হিস্ট্রি অফ ক্যালকাটাস স্ট্রিটস’ ‘কলকাতা টেরসেন্টেনারি বিবিলিওগ্রাফি ভলিউম ১ এবং ২’ এছাড়া রয়েছে আরও অনেক বই।

Comments :0

Login to leave a comment